SDO অফিসে আশা কো- অর্ডিনেটর পদে প্রচুর নিয়োগ

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর। চলতি মাসি এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। রাজ্যর একটি জেলায় সাব ডিভিশনে আশা কো-অর্ডিনেটর পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- সাব ডিভিশনে আশা কো- অর্ডিনেটর পদ।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে চাকরি করার জন্য আবেদন পত্রিক শিক্ষাগত যোগ্যতা হতে হবে MBS/MSW/ SOCIOLOGY/SOCIAL SCIENCE – স্নাতকোত্তর ডিগ্রী পাস করলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া এই পদে যদি কাজের অভিজ্ঞতা থাকে ও কম্পিউটার জ্ঞান থাকলে এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ৪০ বছরের মধ্যেই । বয়সের হিসেবে ধরা হয়  ১ জানুয়ারি ২০২২ অনুযায়ী । এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

আবেদন পদ্ধতি :- এই পদের জন্য সম্পূর্ণ ভাবে অফলাইন এর মাধ্যমেই আবেদন করতে হবে।অফলাইনে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে ফিলাপ করে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি সংযুক্ত করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে। খামের উপর লিখতে হবে Application For The Post Of ___ (পদের নাম)। এবার এই আবেদন পত্রটিকে পাঠাতে হবে মুছে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- 

To

The Member Secretary , BPS Selection Committee . 

Officer Of The Sub-Divisional Officer, Sadar Kalimpong  

P.O – Kalimpong 

Dist – Kalimpong , West Bengal

Pin – 734301.

প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১. ভোটার কার্ড বা রেশন কার্ড।

২. উচ্চ মাধ্যমিকের ও গ্ৰাজুয়েশনের মার্কশিট।

৩. বয়সের প্রমানপত্র।

৪. রঙিন ২ টো পাসপোর্ট সাইজের ফটোকপি।

৫. জাতিগত প্রমানপত্র।

আবেদনের শেষ তারিখ :- ইতিমধ্যে এখানে আবেদনপক্ষে শুরু হয়ে গেছে । যারা এখনো আবেদন করেনি তারা দ্রুত আবেদন করুন । আবেদন প্রক্রিয়া চলবে ২৬/০৮/২০২২ পর্যন্ত।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন। অফিসিয়াল ওয়েবসাইটে Application form দেওয়া আছে।

OFFICIAL NOTICE:DOWNLOAD NOW 

Leave a comment