SBI তে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি | SBI Bank Job Recruitment

 সুখবর সুখবর সুখবর !! চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজ আমরা যে চাকরি সম্বন্ধে কথা বলব সেটি হচ্ছে ব্যাংকের চাকরি। স্টেট ব্যাংঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নিয়োগ প্রক্রিয়া ঘোষণা করা হয়েছে। সারা দেশ জুড়ে স্টেট ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে সেই শাখাতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী ব্যাংকে চাকরি করার খুব ইচ্ছে তারা এমন সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন।

শূন্য পদের নাম :- SBI ব্যাংকের তরফে বিভিন্ন শাখা গুলিতে মোট ২১৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলো হলো – 

* Manager

* Deputy manager

* Assistant manager.

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী উপরিউক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে BCA / B.Tech / M.Tech/ Information and Technology / Software Engineering/ Computer science / Electronics and Communication Engineering ডিগ্ৰি কোর্স করতে হবে। এছাড়া আগে থেকে যে কোন একটি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে। 

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে চাকরি-প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হল-www.sbi.co.in অথবা www.bank.sbi/careers । যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীকালে লগইন করে ফিলাপ করতে হবে। এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে আবেদনমূল্য জমা করতে হবে ও আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

* বয়সের প্রমাণপত্র।

* শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

* আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।

* কাস্ট সাটিফিকেট।

* কম্পিউটার সার্টিফিকেট।

* রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

* নিজস্ব সিগনেচার স্ক্যান করে।

* অভিজ্ঞতা থেকে যদি থাকে।

* লেফট থাম্ব ইমপ্রেসন।

* সেলফ ডিক্লিয়ারেন্স সাটিফিকেট।

 আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করার জন্য আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। ST , SC প্রার্থীদের জন্য কোন রকম আবেদন মূল্য দিতে হবে। এছাড়া সকল ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা পেমেন্ট করতে হবে। 

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের প্রথমে একটি কম্পিউটার এর উপর একটি পরীক্ষা দিতে হবে। তারপর উত্তীর্ণ প্রার্থীদের শর্ট লিস্ট তৈরি করা হবে ‌। সেখানে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউ এ পাস করলে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পত্র জমা দেওয়ার সময় :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ১৯/০৫/২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তাই আর একদমই দেরি না করে আগামীকালের মধ্যেই আবেদন করূন। হাতে আর খুব সময় । ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

  আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment