স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | SAI Job Recruitment 2023

চাকরিপ্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এ নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়া তরফে। যেখানে বলা হয়েছে SAI অর্থাৎ স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই যে সকল চাকরি প্রার্থীরা কর্মসংস্থান তাগিদে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নোটিশ নং টি হলো – 08001(02)/5/2022-HO – Sports Science . নিম্নে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। তাই আপনারা আবেদন করার পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে নিন।

✓নিয়োগ কারি পদের নাম:-
স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) তরপে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে শূন্য পদ গুলির নাম বিস্তারিত উল্লেখ করা হলো।

• Physiotherapist

• Strength

• Conditioning Expert

• Physiologist

• Psychologist

• Biomechanics

• Nutritionist

• Biochemist

✓বয়স সীমা:-
স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে রয়েছে তারা সকলেও এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

✓মাসিক বেতন:-
ভারতীয় স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বেতন কাঠামো খুব ভালো রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন 1,05,000 টাকা দেওয়া হবে।

✓নিয়োগ পদ্ধতি:-
স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) নববিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের, বাছাই এর ক্ষেত্রে কোন রকমে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

✓আবেদন প্রক্রিয়া:-
এই আবেদন প্রক্রিয়ায় আপনাদের অনলাইনে মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট sportsauthorityofindia.nic.in ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে। রেজিস্ট্রেশন করার পর আপনার সেই মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন সাকসেসফুল SMS পৌঁছে যাবে। পরবর্তীকালে আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আপনাদের পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন চলাকালীন লক্ষ্য রাখতে হবে আবেদনকারীর তথ্যগুলো যাতে ভুল না হয়, নয়তো পরবর্তীকালে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে।

✓মোট শূন্য পদের সংখ্যা:-
স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়াতে (SAI) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট ৬৪ টি শূন্য পদ রয়েছে।

✓শিক্ষাগত যোগ্যতা:-
স্পোর্টস অথারিটি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশনের সাথে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা, মাস্টার্সের সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উপরে উল্লেখিত যোগ্যতা রয়েছে সেই সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

✓আবেদনের তারিখ:-
এই নিয়োগ প্রক্রিয়ার নোটিশ গত ইংরেজি 14.09.2023 তারিখে প্রকাশিত হয়েছে। যার আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে, আগামী 05/10/2023 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। তাই আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা শেষ তারিখের আগে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন।

OFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Leave a comment