Primary TET 2023 – প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর শোনালেন পর্ষদ সভাপতি

 Primary TET 2022 পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। খুব শীঘ্রই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। এমনটি জানালেন পর্ষদ সভাপতি। এই খবর আসামাত্রই Primary TET পাশ চাকরি প্রার্থীদের মধ্যে হইচই পড়ে গেছে। মূলত দীর্ঘকাল ধরে প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে দুর্নীতির অভিযোগ ভেসে আসছিল। এই নিয়ে কোর্টে মামলাও হয়েছে একাধিকবার। তাই ২০১৭ টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হয়েও নিয়োগ প্রক্রিয়া থমকে গেছে বারবার। তারই মাঝে b.ed vs d.el.ed মামলাও সুপ্রিম কোর্ট অব্দি গরিয়েছে। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক প্রাইমারি টেট পরীক্ষায় b ed অংশগ্রহণ অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই মোতাবেক শুধুমাত্র d.el.ed চাকরি প্রার্থীরাই একমাত্র ও রাজ্যের প্রাইমারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে ইতিমধ্যেই আমাদের রাজ্যে ২০২২ প্রাইমারি টেটে ১.৫০ লক্ষ ক্যান্ডিডেট পাস করে বসে আছে। তার মধ্যে প্রায় এক লক্ষের কাছাকাছি b.ed চাকরি প্রার্থী। সব থেকে মজার বিষয় হলো 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে যে তিনিও b ed চাকরি প্রার্থী। তাই যে সকল b.ed চাকরি প্রার্থীরা প্রাইমারি টেট পাস করেছিলেন তাদের সার্টিফিকেটে আর কোন মূল্য রইল না। সেই কারণে যারা d.el.ed চাকরি প্রার্থী তাদের চাকরির নিশ্চয়তা কয়েক গুণ বেড়ে গেল। কারণ ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হয়েছে প্রাইমারি স্কুলগুলিতে। এই কারণে প্রাইমারি স্কুলগুলোতে প্রচুর পরিমাণে শিক্ষকের প্রয়োজন। আর এই শিক্ষকের ঘাটতি পূরণ করতে বর্তমান প্রচুর প্রাইমারি শিক্ষকের প্রয়োজন। তাই আগামীতে যদি পঞ্চম শ্রেণীর শিক্ষকের পদ গুলো যোগ করা হয় প্রাইমারি শিক্ষকের তালিকায়। তাহলে সিটের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে। 

  Primary TET 2022 পাশ চাকরি প্রার্থীরা  সভাপতির কাছে গেলে পর্ষদ সভাপতি জানান ইতিমধ্যে 2017 সালে প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের চূড়ান্ত নিয়োগ পত্র দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই 2022 এর TET পাস d.el.ed চাকরি প্রার্থীদেরও দ্রুত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া চলতি বছরেও শুরু হতে চলেছে। তাই মনে করা হচ্ছে দূর্গা পূজার পরপর অর্থাৎ এই বছরের শেষে ডিসেম্বর ২০২২ প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তাই আপনি এবং বা আপনার পরিবারে কেউ যদি ২০২২ primary TET পাস করে থাকেন তাহলে তাদের অগ্রিম শুভেচ্ছা রইল। কারণ কিছুদিনের মধ্যে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। তাই আপনারা দ্রুত আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি চালিয়ে যান। প্রাইমারি টেড নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলেই আমরা আপনাদের সর্ব প্রথমে জানিয়ে দেব। তাই আপনারা নিয়মিত আমাদের ফলো করুন।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment