মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group C Recruitment 2024

By Sujit Roy

Published on:

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group C Recruitment 2024

বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে ভারতীয় ডাক বিভাগে এ টি এম ব্যাবস্থা চালু হয়েছে। এই এ টি এম ব্যাবস্থা চালু হওয়ার কারনে পোস্ট অফিসে কাজের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এইসব কাজ গুলি পরিচালনা করার জন্য নতুন করে কর্মী নিয়োগ করা অনিবার্য হয়ে পড়েছে। সেই কারণেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এইসব এ টি এম সংক্রান্ত কাজ গুলি পরিচালনা করার জন্য গ্ৰুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের একজন স্থায়ী নাগরিক হলেই সারা ভারতের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং ভারতীয় ডাক বিভাগের অধীনে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আবেদন প্রক্রিয়া:-

চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রথমে এই নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেই আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করতে হবে। এরপর নির্ধারিত আবেদন মূল্য সহ এই পূরণ করা আবেদন পত্র ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:-

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধা তালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্যের পরিমাণ:-

ডাক বিভাগের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC, ST ও PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।

শূন্যপদের নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে পদটিতে নিয়োগ করা হবে সেই পদটির নাম হল স্টাফ কার ড্রাইভার।

নির্ধারিত বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতনের পরিমাণ:-

স্টাফ কার ড্রাইভার পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরবর্তী কালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে চাকরিপ্রার্থীর হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ:-

ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ পূরনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৯ শে নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৯ শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রেরন করা আবেদন পত্র জমা নেওয়া হবে না।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

The Office of the Chief Postmaster general, Haryana Circle, Ambala.

OFFICIAL NOTICE: ডাউনলোড 

Leave a comment