রেশন কার্ড থাকলেই ১২ হাজার করে টাকা দেবে কেন্দ্র সরকারর | PM Shauchalay Yogaja 2024




PM Shauchalay Yogaja : ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। এবারে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসন দখল করেছেন তিনি। ক্ষমতায় ফিরে ফের নয়া যোজনা নিয়ে হাজির দেশের সাধারণ মানুষের জন্য। এই যোজনার আওতায় শুধুমাত্র রেশন কার্ড থাকলেই পাবেন ১২ হাজার টাকা! কারা পাবেন? কেন পাবেন? কিভাবে পাবেন? সমস্ত তথ্য জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

PM Shauchalay Yogaja-র বিস্তারিত তথ্য

আমাদের দেশ ভারতবর্ষ এখনো পুরোপুরি উন্নত হয়ে উঠতে পারেনি। আমরা সকলেই জানি যে একটা দেশ তখনই উন্নত হয়, যখন প্রতি ঘরে ঘরে একটা করে শৌচালায় গড়ে ওঠে। কিন্তু ভারতবর্ষের গ্রামগঞ্জের অধিকাংশ ঘরেই এখনো পর্যন্ত শৌচালয় গড়ে ওঠেনি। কেন্দ্রীয় সরকারের এবারের লক্ষ প্রতিটি ঘরে একটু করে শৌচালয় গড়ে তোলা। এর জন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে কেন্দ্রের মোদী সরকার। এই শৌচালয় বানানোর জন্য ১২ হাজার টাকা করে প্রদান করা হবে।



কারা পাবেন শৌচালয় নির্মাণের টাকা?

যেসমস্ত তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারে শৌচালয় নেই তারা এই টাকা পাবেন। এছাড়াও যে পরিবারে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এবং নিজস্ব শৌচালয় নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যে সকল পরিবারে কেবল মহিলা সদস্য রয়েছেন এবং নিজস্ব শৌচালয় নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর যারা বিপিএল তালিকাভুক্ত পরিবার কিন্তু যাঁদের শৌচালয় নেই তারা পাবেন এই প্রকল্পের সুবিধা।

শৌচালয় যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা য় আবেদনের জন্য যেসমস্ত নথিগুলো প্রয়োজন সেগুলি হল —
‌আধার কার্ডের জেরক্স
‌ভোটার কার্ডের জেরক্স
‌ব্যাংকের পাসবুকের জেরক্স
‌মোবাইল নম্বর
‌বিপিএল অথবা এপিএল রেশন কার্ড

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদনের পদ্ধতি



এই প্রকল্পের সুবিধা পাবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে স্বচ্ছ ভারত অভিযানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Citizen Corner -এর আওতায় থাকা Application Form for IHHL অপশনে ক্লিক করতে হবে। তারপর Citizen’s Registration অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করতে হবে। এবার New Application লিংকে ক্লিক করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই কাজ শেষ।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment