Online Tax Payment : গরিব থেকে বড়লোক, এই দেশের প্রতিটি মানুষকেই দিতে হয় ট্যাক্স। আমরা গ্রামের লোকেরা সাধারণত এই ট্যাক্স পঞ্চায়েতে জমা দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পঞ্চায়েতে গিয়ে এই কর জমা দিতে হয়। তবে এবারে এই ঝঞ্ঝাট থেকে মিলবে মুক্তি। কিন্তু কিভাবে? সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো এবং ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না।
Online Tax Payment-এর পদ্ধতি
প্রথম ধাপ : প্রথমে নিজের মোবাইল ফোন অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে সার্চ করুন https://prdtax.wb.gov.in/।
দ্বিতীয় ধাপ : ওয়েবসাইটটি খুলে গেলে Search Assesse অপশনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ : এরপর মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন অথবা জেলা, ব্লক ও পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন এবং পরিবারের ট্যাক্স দাতার নাম লিখুন।
চতুর্থ ধাপ : আপনার এসএসসি নাম্বার, সংসদের নাম, ঠিকানা, আপনার নাম, বাবার নাম, কত টাকা ট্যাক্স বাকি রয়েছে দেখিয়ে দেবে।
পঞ্চম ধাপ : ট্যাক্স বাকি থাকলে Pay Now অপশনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ : Pay Now অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
সপ্তম ধাপ : লগইন করার পর আপনার সামনে একটি নতুন রেজিস্ট্রেশন ফর্ম আসবে। রেজিস্ট্রেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
অষ্টম ধাপ : এবারে পুনরায় নিজের তথ্য দিয়ে ট্যাক্স বাকি আছে কিনা তা দেখতে হবে এবং বাকি থাকলে Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন।
প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE