Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা। মহিলাদের স্বাবলম্বী করে তুলতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এই কারণে একের পর এক প্রকল্প নিয়ে হাজির হচ্ছেন সরকার। আমরা সকলেই লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা শুনেছি। মহিলাদের আত্মনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। বর্তমানে সমগ্র দেশজুড়ে ছড়িয়ে আছে এই প্রকল্পের খ্যাতি। আজকের প্রতিবেদনে ঠিক এমনই একটি প্রকল্প নিয়ে আলোচনা করব।
মূলত মহিলাদের স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল লক্ষীর ভান্ডার প্রকল্পের। প্রথমে এই স্কিমের আওতায় রাজ্যের মা-বোনেদের মাসিক ১০০০ ও ৫০০ টাকা করে দেওয়া হতো। পরবর্তীকালে এই টাকা বাড়িয়ে করা হয় ১২০০ এবং ১০০০। কানাঘুষা শোনা যাচ্ছে ফের এই প্রকল্পের ভাতা বাড়তে চলেছে। তবে এবারে এই
লক্ষীর ভান্ডারকে টেক্কা দিতে বাজারে এসেছে এক নয়া প্রকল্প। এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। নাম মাঝি লাডলি বহিন যোজনা। এই প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
Majhi Ladki Bahin Yojna-র বিস্তারিত তথ্য
এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই যোজনার আওতায় আসার জন্য আপনাদের আবেদন করতে হবে নভেম্বর ২০২৪-এর মধ্যে। শুধুমাত্র ২১ থেকে ৬৫ বছরের মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা টানা ৫ বছর পর্যন্ত ১৫০০ টাকা করে পাবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ২.৫ লক্ষ টাকার কম হতে হবে এবং মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE