মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment 2024

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। Metro Railway এর তরফে Cultural Quota Recruitment 2023-2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।

পদের নাম :- Group ‘C’ পদে 1.Dance (Kathak) 2. Song (Classical)

শূন্য পদ :- দুটি পদের জন্য ২ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ৫০% নম্বর নিয়ে। এছাড়া গ্ৰাজুয়েশন পাস করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। এছাড়া ST/SC প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেটা বার করে আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- Dy , CPO Metro Railway , Kolkata , Metro Railway Bhawan , 33/1 , J.L Neheru Road , Kolkata – 700071.

আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। মহিলা প্রার্থী , ST , SC , PWD প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে।

আবেদন শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 24/02/2024 তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিয়ে দেবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLICATION FORM: CLICK HERE

Leave a comment