চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। Indo Tibetan Border Police Force (ITBP) এর তরফে নূন্যতম মাধ্যমিক পাশে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন।
পদের নাম :- Constable (General Duty)
শূন্য পদ :- উপরিউক্ত পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ১৮৬ টি।
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের মাধ্যমিক পাস করতে হবে।
যোগ্যতা :– যে সকল পুরুষ পদের জন্য আবেদন করবে তাদের উচ্চতা হতে হবে ১৬০ cm ও মহিলাদের উচ্চতা হতে হবে ১৫২.৪ cm .
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ১/০৮/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। নীচে বয়সের মানদণ্ড উল্লেখ করা হল –
General – 02/08/2000 থেকে 01/08/2023
ST/Sc – 08/08/1995 থেকে 01/08/2023
OBC – 02/08/1997 থেকে 01/08/2023
বেতন :- যে সকল প্রার্থী কনস্টেবল পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে চেক করে নিয়ে আবেদন করবেন। মূলত আবেদনকারীদের সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. জন্ম সার্টিফিকেট।
২. শিক্ষাগত যোগ্যতা।
৩. পাসপোর্ট সাইজের ফটো।
৪. কাস্ট সার্টিফিকেট।
আবেদন ফি :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের ১০০ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। ST/SC প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না।
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নেবেন তারপরে আবেদন করবেন। এছাড়া আপনারা যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE