IDBI ব্যাংকের তরফে ১০০০ বেশি শূন্য পদে কর্মী নিয়োগ | IDBI Bank Job Recruitment 2024

By Sujit Roy

Published on:

IDBI ব্যাঙ্কের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে গ্ৰুপ সি কর্মী নিয়োগ।

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির আপডেট। IDBI ব্যাঙ্কের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই যে কোনো জেলা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী পুরুষ নির্বিশেষে উভয়েই এক্ষেত্রে আবেদনের যোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্কে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে মোটা অংকের টাকা বেতন প্রদান করা হবে। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং প্রাইভেট ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দ্রুত আবেদন করে ফেলুন এবং আবেদন করার পূর্বে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নিম্নে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন- শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিশদে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

IDBI ব্যাঙ্কের তরফ থেকে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ পদে কর্মী নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-

IDBI ব্যাঙ্কের অধীনে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেশনে নলেজ থাকতে হবে।

নির্ধারিত বয়সসীমা:-

সংশ্লিষ্ট ব্যাঙ্কের অধীনে উল্লেখ্য পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে।

বেতন কাঠামো:-

সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে শুরুতে প্রতি মাসে ২৯,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর পরবর্তীকালে সেই বেতনের পরিমাণ বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হবে।

আবেদন পদ্ধতি:-

IDBI ব্যাঙ্কের অধীনে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। পরবর্তীতে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

২) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট স্ক্যান করা।

৩) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করা।

৪) আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৫) আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে চাকরিতে নিয়োগ করা হবে।

নির্ধারিত আবেদন মূল্য:-

আবেদন মূল্য হিসেবে GEN/OBC/EWS প্রার্থীদের ১০৫০ টাকা করে এবং SC/ST/PwBD ও মহিলাদের ২৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন শুরু ও শেষের তারিখ:-

IDBI ব্যাঙ্কের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৬ ই নভেম্বর ২০২৪ তারিখে। আর অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত ৭ ই নভেম্বর ২০২৪ থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ ই নভেম্বর ২০২৪ পর্যন্ত।

OFFICIAL NOTICE- CLICK HERE 

OFFICIAL WEBSITE- CLICK HERE 

Leave a comment