সুখবর, চাকরিপ্রার্থীদের জন্য আজকে আমরা আরেকটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি। যার দ্বারা বহু চাকরি প্রার্থীর স্বপ্ন পূরণ হতে চলেছে। তো বন্ধুরা আজকে চাকরির এই বিজ্ঞপ্তি টি প্রকাশিত করেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) তরফ থেকে। ভারতবর্ষের যে কোন নাগরিক এবং পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যেকোনো জায়গার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই নারী পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে সরাসরি আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা এইখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হবে এবং কতদিন নাগাদ চলবে, কোন সংস্থা এই নিয়োগটি করছে, বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো আজকে আমাদের এই প্রতিবেদনে। তাই আপনি যদি এই চাকরির সম্পর্কে আকর্ষিত থেকে থাকেন তাহলে নিম্নে দেওয়া তথ্য গুলি ভালোভাবে জেনে নিন।
Employment No: 05/2023-24
শূন্য পদ এর নাম:
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) তরফে Specialist Officer পদে নিয়োগ করা হবে।
মোট পদের সংখ্যা:
এখানে সর্বমোট কর্মী নিয়োগ করা হবে ১৩৬ জন। যার মধ্যে UR – ৫৫ জন, SC – ২২ জন, ST – ১০ জন, OBC – ৩৫ জন,EWS – ১৪ জন।
একাডেমিক কোয়ালিফিকেশন:
এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে gratuation সমতুল্য বিষয়ে পূর্ণ ডিগ্রী থাকা আবশ্যিক। যাদের উপরে উল্লেখিত এই ডিগ্রীগুলো রয়েছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন কাঠামো:
এই পদে বেতন ৩৬,৯০০ টাকা থেকে শুরু করে ১,১৬,৬০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সের মাপকাঠি:
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়সসীমা হতে হবে ৪৫ বছরের মধ্যে। আর সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD পার্থীরা তাদের বয়সের ছাড় পেয়ে যাবে।
আবেদনের প্রক্রিয়া:
এখানে আবেদন করতে হবে আপনাকে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে। আমাদের এই প্রতিবেদনের নিচে অনলাইনে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েব সাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ ইমেইল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পরবর্তীতে আপনারা লগইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। পরবর্তীতে এই লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগইন করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র:
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেগুলি হল-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২. ভারতীয় নাগরিকের প্রমাণ হিসেবেআধার কার্ড অথবা ভোটার কার্ড।
৩. শিক্ষাগত যোগ্যতা হিসেবে উপরে উল্লেখিত যেকোনো একটি ডিগ্রী কোর্সের মার্কশীট ও সার্টিফিকেট।
৪. জাতিগত সংশয় পত্র, ( বাধ্যতামূলক নয় যদি থেকে থাকে)।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং চাকরি প্রার্থীর সিগনেচার।
আবেদনের ফ্রি:
এখানে আবেদন করতে হলে GEN ও OBC চাকরি প্রার্থীদের আবেদন ফি লাগবে ১০০০ টাকা করে আর SC,ST প্রার্থীদের আবেদন ফ্রি রয়েছে২০০ টাকা।
গুরুত্বপূর্ণ কিছু তারিখ:
এই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা চলবে আগামী ২০শে জুন ২০২৩ তারিখ পর্যন্ত। তাই আপনি যদি উক্ত পদে আবেদনে ইচ্ছুক থাকেন, তাহলে শীঘ্রতি শীঘ্রই আবেদনটি সম্পন্ন করে ফেলুন কারণ হাতে সময় খুবই কম।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE