IDBI ব্যাংকের তরফে 600 শূন্যপদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতায় সকলেই আবেদনযোগ্য

চাকরিপ্রার্থীদের জন্য আবারো সুখবর। রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে আপনাকে ভারত তথা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ তাই চাকরিপ্রার্থীদের বেতন খুব ভালো রয়েছে। এছাড়াও কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। তাই আপনি আবেদন করার আগে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকে আমাদের প্রতিবেদনে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

পদের নাম:-
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল Assistant Manager পদ।

শূন্য পদের সংখ্যা:-
Assistant Manager পদে সর্বমোট শূন্য পদ রয়েছে ৬০০ জন। যার মধ্যে UR ২৪৩ টি, SC ৯০ টি, ST ৪৫ টি, EWS ৬০ টি, OBC ১৬২ টি পদ। তবে পরবর্তীকালে পদের সংখ্যা বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা:-
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে Assistant Manager পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে হলে চাকরি-প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে।

বয়স সীমা:-
Assistant Manager পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ২০‌ বছর হতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৫ বছর রয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি:-
এই আবেদন প্রক্রিয়ায় অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথমে চাকরি প্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন প্রক্রিয়ার অন্তিম পর্বে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র:-
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি হল-

১.জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।

২.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।

৩.আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট।

৪.জাতিগত সংসার পত্র, বাধ্যতামূলক নয়।

৫.আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

৬.এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট।

আবেদন মূল্য:-
Assistant Manager পদে আবেদনের ক্ষেত্রে GEN, OBC এবং EWS চাকরি প্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং SC, ST এবং PWD চাকরি প্রার্থীদের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে।

এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসের নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল নোটিফিকেশন লিংক দেয়া রয়েছে

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment