চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।
পদের নাম :- Technical Assistant.
শূন্য পদ :- এখানে মোট শূন্য পদ রয়েছে 60 টি। ( UR – 23 , OBC – 15 , SC – 10 , ST- 6 , EWS – 6 , PwBD – 3)
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের biochemistry , microbiology , clinical Pharmacology , medical lab technology , biotechnology ইত্যাদি বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
পদের নাম :- Laboratory Attendant.
শূন্য পদ :- 13 টি ( UR – 5 , OBC – 4 , ST – 3 , EWS – 1)
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ৩০০ টাকা করে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তপশিলি জাতি ও উপজাতিদের, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না।
আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলুন।
আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আর রোজ এইরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE