ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | ICDS Anganwadi Recruitment 2024

By Sujit Roy

Updated on:

Anganwadi Helper Recruitment : দিনের পর দিন দেশে বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বর্ধমান জেলা প্রশাসন। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে।
পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : মোট ৮৩৪টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তা নিচে বিস্তারিতভাবে জানানো হল।

‌অন্ডাল – ৪০ টি
‌আসানসোল (১) – ১৩৯টি
‌আসানসোল (২) – ৬৬টি
‌বারাবনী – ৪৪টি
‌দুর্গাপুর (১) – ৬টি
‌দুর্গাপুর (২) – ১৫টি
‌ফরিদপুর – ৪১টি
‌জামুরিয়া (শহর) – ২২টি
‌কাঁকসা – ১১৪টি
‌কুলটি – ১০৮টি
‌পাণ্ডবেশ্বর – ৬০টি
‌রানীগঞ্জ (গ্রামীণ) – ৮৯টি
‌রানীগঞ্জ (শহর) – ৩৮টি
‌সালানপুর- ৫২টি

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সরকারি সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের এই পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

Anganwadi Helper Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ইমেইল আইডি এবং ফোন নম্বর দিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারে। তারপর নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ। এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ১৮-০৯-২০২৪। প্রতিবেদনকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Leave a comment