যে সমস্ত চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাস করে রয়েছেন তাদের জন্য নতুন করে চাকরির একটি বিশাল বড় সুযোগ চলে এসেছে। মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ থাকলে এবার চাকরি করতে পারবেন আপনি। পশ্চিমবঙ্গ ICDS অঙ্গনওয়াড়ি সহায়ক ও কর্মী পদে প্রচুর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সকল ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনার জন্য অবশ্যই দারুন একটি খুশির খবর এটি। এখানে চাকরি করতে চাইলে অবশ্যই চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে জেনে নেবেন।
নতুন করে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যে নিয়োগের জন্য অপেক্ষা করেছিলেন বহু চাকরি প্রার্থীরা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় হতে যাচ্ছে এই নিয়োগ। জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক পর্যায়ে ১৯০০ পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে ১৬০০ নিয়োগ করা হবে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে এবং ৩০০ কর্মী নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি জেলায় প্রায় দু হাজার করে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই একটা আপডেট এসেছে যেখানে জানানো হয়েছে 29 জানুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অফিশিয়াল ওয়েবসাইটে। এর সঙ্গে আরো জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার 25 দিনের মধ্যে আবেদন জানাতে হবে। এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকল ধরনের চাকরি প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়া চেয়ারম্যান হবেন জেলা প্রশাসক এবং এই নিয়োগের জন্য নতুন করে একটি অনলাইনে পোর্টাল খোলা হবে যেখানে চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে অনলাইন পোর্টালে এবং আপনারা আমাদের ওয়েবসাইটে এই নিয়োগের অফিসের নোটিফিকেশন দেখে নিতে পারবেন।