ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ | WB ICDS Anganwadi Recruitment

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । পশ্চিমবঙ্গের ICDS অঙ্গনওয়ারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা :- District Mission Management Unit & District Rural Development Cell .

পদের নাম :- ICDS পদের জন্য WBSRLM এর অধীনে সংঘ এবং মহাসংঘ দলের সদস্যদের নিয়োগ করা হবে।

যোগ্যতা :-

১. 2006 NRLM কোড সহ পশ্চিমবঙ্গ সমবায় সমিতি আইন বা সমিতি আইনের অধীনে সংঘ/মহাসংঘের বৈধ নিবন্ধন থাকতে হবে।

২. সংঘ বা মহাসংঘকে WBSRLM-এর অধীনে গ্রেড “A” শ্রেনীর সংগঠন হতে হবে।

৩. সংঘ/মহাসংঘের প্যান কার্ড, ট্রেড লাইসেন্স থাকতে হবে।

৪. সংঘ/মহাসংঘকে অবশ্যই শেষ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিতে হবে।

৫. সংঘ/মহাসংঘকে অবশ্যই SDO-র সাথে খাদ্য সামগ্রী সরবরাহের বিষয়ে একটি চুক্তি সম্পাদন করতে হবে

৬. আইটেম সরবরাহের জন্য সংঘ/মহাসংঘের ব্যাকআপ ক্ষমতা দুই মাসের হতে হবে।

৭. .সাধারণত, একটি নির্বাচিত সংঘ/মহাসংঘকে একটি ব্লক/পৌরসভায় শুধুমাত্র একটি আইসিডিএস প্রোলেক্টের সাথে ট্যাগ করা হবে (একটি সংঘ ওয়ান প্রজেক্ট কনসেপ্ট)।

এই ধরনের আবেদনগুলি অবশ্যই BMMD হওয়ার কারণে সংশ্লিষ্ট BDO দ্বারা যথাযথভাবে সুপারিশ করা উচিত ।

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

কাজের তালিকা :- আপনাদের অঙ্গনারী সেন্টারগুলিতে সংঘ বা মহাসংঘ সদস্য রূপে খাদ্য পরিবেশন এর দায়িত্ব দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য আপনাদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি ভালোভাবে ফিলাপ করতে হবে আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি ও আবেদন প্রার্থী নিজস্ব সিগনেচার করতে হবে এবং যে সমস্ত অন্যান্য ডকুমেন্ট লাগবে সেগুলোও দিতে হবে। তারপর একটি মুখ বন্ধ খামে ভরে অফিসিয়াল ওয়েবসাইটে যে ঠিকানাটি দেয়া আছে সেই ঠিকানাই পাঠাতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :- এখানে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

তারিখ :- এখানে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। যারা এখনো আবেদন করেননি তারা তাড়াতাড়ি আবেদন করুন। এখানে আবেদন প্রক্রিয়া চলবে ১৮ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: DOWNLOAD

Leave a comment