IBPS এর মাধ্যমে 6128 শূন্য পদে ক্লার্ক নিয়োগ | IBPS Bank Clark Job Recruitment



IBPS Clerk Recruitment 2024 : চাকরির খোঁজে থাকা যুবক যুবতীদের জন্য আবারও একটি বড়ো সুযোগ! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলছে রাজ্যের ব্যাংকে। যেসমস্ত শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা ব্যাংকে জব করার স্বপ্ন দেখেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। পদের নাম কি? শূন্যপদ কত? আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন? কিভাবেই বা করবেন আবেদন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

পদের নাম, শূন্যপদের সংখ্যা ও বেতন কাঠামো

পদের নাম : এই বিজ্ঞপ্তির মাধ্যমে IBPS Clerk পদে কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৬,১২৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক সর্বনিম্ন ১৯,৯০০ থেকে সর্বোচ্চ ৪৭,৯২০ টাকা বেতন দেওয়া হবে।


বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই বিজ্ঞপ্তিতে আবেদনIBPS জানানোর জন্য প্রার্থীদের দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদন মূল্য : এই পদে আবেদন জানাতে নূন্যতম কিছু আবেদন মূল্য দিতে হবে প্রার্থীদের। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের ১৭৫ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

IBPS Clerk Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নির্দিষ্ট আবেদনের লিংকটি খুঁজে Apply বটোনে ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ। এই পদে আবেদন জানানোর শেষ তারিখ ২১/০৭/২০২৪।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 


Leave a comment