লক্ষী ভান্ডারে ৫০০ ও ১০০০ টাকা এখন অতীত, এবার থেকে টাকা করা হলো দ্বিগুন | Govt Lakshmi Bhandar Scheme 2024

রাজ্যের নতুন বাজেটে মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। নতুন করে মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। যে সমস্ত মহিলা এতদিন ধরে রাজ্যে লক্ষী ভান্ডার এর মাধ্যমে টাকা পেয়ে যেতে তাদের এবার টাকা দ্বিগুণ হতে যাচ্ছে। রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে রাজ্যের মহিলাদের জন্য লক্ষী ভান্ডারের কথা ঘোষণা করেছিলেন যেখানে রাজ্যের প্রত্যেকটি মহিলাদের ৫০০ ও ১০০০ করে টাকা দেওয়া হতো। কিন্তু এই টাকা মহিলাদের জন্য খুবই কম হয়ে যেত তাই রাজ্য সরকার চিন্তা-ভাবনা করে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাজ্যের মহিলাদের জন্য। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা প্রার্থী হয়ে থাকেন বা আপনার পরিবারের যদি কেউ লক্ষী ভান্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সুখবরটি জেনে নিতে হবে।

একটি পরিবারের মহিলারাই সংসারটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করে। আর মহিলারা টাকা সঞ্চয় করে প্রয়োজনের সময় সেই টাকাটা কাজে লাগাতে পারে। মহিলাদের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসেছেন যাতে পরিবারের তথা সমাজের উন্নতি হয়। এর ফলে রাজ্য বাজেটে মহিলাদের জন্য 1200 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে দেখতে গেলে সামনেই রয়েছে 2024 লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য এক বিরাট বড় চমক দিল।

রাত যে ২০২৪ এর যে নতুন বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে জানানো হয়েছে রাজ্যের মহিলাদের লক্ষী ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে যেখানে তফশিলি জাতি ও তফসিলি উপজাতিদের লক্ষ্মী ভান্ডারে যেখানে 1000 টাকা করে দেওয়া হতো সেখানে টাকার পরিমাণ বাড়িয়ে 1200 করা হয়েছে। এছাড়াও যারা 500 টাকা করে পেয়ে যেতেন তাদের টাকার পরিমান বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে।

এর সঙ্গে আরো জানানো হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পেয়ে যান এবং কারো বয়স যদি ৬০ বছরের উর্ধ্বে চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে লক্ষী ভান্ডার এর পরিবর্তে বার্ধক্য ভাতা পেয়ে যাবেন।

রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানোর পরিকল্পনাকে ঐতিহাসিক বলা হয়েছে। তৃণমূল দলের মুখাপত্র কুনাল ঘোষ জানিয়েছেন লক্ষী ভান্ডার এর মত এক বিশাল প্রকল্পের টাকা দ্বিগুণ করার মাধ্যমে রাজ্য সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে এর জন্য মাননীয়া সরকারকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

লক্ষী ভান্ডারের এই বিশাল বড় উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী নামে নতুন একটি প্রকল্পের কথাও বলা হয়েছে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment