মাধ্যমিক পাশে কলেজে প্রচুর কর্মী নিয়োগ | Govt College Job Recruitment 2024

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। তেজপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম :-
1. Lower Division Clerk
2. Malti Tasking Staff.
3. Upper Division Clerk.
4. Junior Accountant.
5. Laboratory Assistant.
6. Assistant.
7. Assistant Registrar.
8. Deputy Registrar.
9. Internal Audit Officer.
10. Registrar.

শিক্ষাগত যোগ্যতা :– যে সকল প্রার্থী উপরিউক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তারা ন্যূনতম মাধ্যমিক পাস করলে Multi-Tasking Staff পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স ডিগ্রী , ব্যাচেলার ডিগ্রী । আবেদন করার আগে অবশ্যই চেক করে তারপরে আবেদন করবেন।

বয়স :- Registrar পদের ক্ষেত্রে ৫৭ বছর , Internal Audit Office পদের ক্ষেত্রে ৫৬ বছর , Deputy Registrar পদের ক্ষেত্রে ৫০ বছর Assistant Registrar পদের ক্ষেত্রে ৪০ বছর, Assistant পদের ক্ষেত্রে ৩৫ বছর ও অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন করার জন্য তাদের বয়স হতে হবে ৩২ বছরেযর মধ্যে তাহলেই আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

বেতন :- যে সকল প্রার্থী উপরের পদ গুলিতে চাকরি করবে তাদের নূন্যতম ৫,২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে বেতন কাঠামো দেওয়া আছে আপনারা অবশ্যই চেক করে নেবেন।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। তারপর আবেদনপত্রটির প্রিন্ট আউট বার করে অফলাইনের মাধ্যমে সেই আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮/০৩/২০২৪ তারিখ এবং আবেদন প্রক্রিয়া চলবে ২৫/০৫/২০২৪ তারিখ পর্যন্ত।

OFFICIAL NOTICE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Leave a comment