অবশেষে বন্ধ হয়ে গেল রেশন দেওয়া, সব রেশন দোকানে তালা ঝুলবে এবার – সমস্যায় 81 কোটি গ্রাহক | Free Ration Big Update

এই বছরে রেশন নিয়ে একটি দুঃখের সংবাদ জানা যাচ্ছে। এ বছরে রেশন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের 80 কোটি মানুষের বেশি রেশন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকে। বহু গরিব হতদরিদ্র মানুষ এই রেশনের উপর নির্ভর করে থাকেন কিন্তু বছরের শুরুতেই এই রেশন দোকানে তালা লাগার আশঙ্কা দেখা দিচ্ছে । অনেক রেশন ডিলাররা নানা দাবি নিয়ে পথে নেমে ধর্মঘট করছেন। গত ২ই জানুয়ারি এই ধর্মঘট শুরু করে সারা দেশ জুড়ে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলতে পারে। সরকারের তরফ থেকে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি গুলি মেনে না নেওয়া হয় ততদিন রেশন ডিলাররা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছেন।


২০২০ সালে যখন করোনা মহামারী সারা পৃথিবী জুড়ে তার প্রকোপ ফেলেছিল। তখন ভারত সরকারের থেকে দেশের দরিদ্র মানুষের কাজ বন্ধ হয়ে যায়। তাদের খাদ্য যোগানোর জন্য ভারত সরকার বিনামূল্যে চাল, আটা, গম প্রভৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্রি রেশন ব্যবস্থায় থেকে অনেক সাধারণ মানুষ খুশি হয়েছেন। এই রেশন ব্যবস্থা মেয়াদ ছিল ২০২৩ এর ডিসেম্বর মাস। পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ২০২৪ এর ইলেকশন কে সামনে রেখে রেশন ব্যবস্থা আরো পাঁচ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করেছিল। কিন্তু বছরের শুরুতেই ধর্মঘট রেশন গ্রাহকদের জন্য অনিশ্চয়তা আভাস পাওয়া যাচ্ছে।

সরকার যতদিন না রেশন ডিলারদের দাবি মানছে ততদিন তারা অনিশ্চিত কালের জন্য ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জানুয়ারি মাসে সবাই ফ্রি রোশন পাবে কিনা ? যদি রেশন ডিলার রা এরূপ ধর্মঘট চালিয়ে যেতে থাকে তাহলে এই মাসের রেশন নিয়ে খানিকটা অনিশ্চয়তা রয়েছে। হাতে পোস্টার ও ব্যানার নিয়ে মঙ্গলবার সকালে কেষ্টপুরে ধর্মঘটে নামেন । বিভিন্ন জায়গায় এই পোস্টার ও ব্যানার দ্বারা লাগিয়েছে। এই ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লাখ ৫০ হাজার এর বেশি রেশন দোকান বন্ধ রয়েছে । সমস্যাই করেছেন সাধারণ মানুষজন। রেশন ডিলারদের দাবি তাদের দাবি না মানলে তারা এই ধর্মঘট বন্ধ করবে না।

সম্পূর্ণ দেশে অনেক সাধারণ মানুষই সরকারের ফ্রি রেশনের ওপর নির্ভর থাকে। সরকারের থেকে নিজেদেরই প্রাপ্য অধিকার টুকুও কি তারা পাবে না ? রেশন ডিলারেরা যেসব দাবিগুলো নিয়ে আন্দোলনে নেমেছেন সেগুলি একটু বিস্তারিত আলোচনা করা হলো। রাজ্যের বিভিন্ন রেশন সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার ফেডারেশনে সাধারণ সম্পাদক বিষম্ভর বসু জানিয়েছেন, একাধিক দাবি নিয়ে তারা পথে নেমেছেন। তাদের দাবিগুলি হল – রেশন ডিলারদের মাসিক বেতন ৫০ হাজার টাকা সুনিশ্চিত করতে হবে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে চটের অস্থায়ী করে মাল পাঠাতে হবে। নয়তো প্লাস্টিকের বস্তায় পাঠালে অনেক মাল নষ্ট হয়ে যায় বলে তারা জানিয়েছেন। রাজ্যে রেশন দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে বাতিল করতে হবে। রেশন সংগঠনের থেকে এও জানানো হয়েছে যে গ্রাহকদের প্রাপ্য রেশন এর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যেমন আধার কার্ড লিঙ্ক করানো, বায়োমেট্রিক ব্যবস্থা, আইরিশ স্ক্যান করা, আঙুলের ছাপ নেওয়া প্রভৃতির দ্বারা গ্রাহকদের দাবি মানা হয়েছে। কিন্তু রেশন ডিলারদের দাদের দিকে সরকারের দৃষ্টি পাতি করছেন না। তাই তাদের এই আন্দোলন।

আরও খবর পড়ুন: CLICK HERE

নিত্যনতুন এই ধরনের চাকরির আপডেট ও প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment