6329 শিক্ষক লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | EMRS Group-D Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থী অনেক দিন ধরেই একটা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি হতে চলেছে বিরাট বড় সুখবর। শুধু মাত্র স্নাতক ডিগ্রী পাস করলেই পেয়ে যেতে পারেন গ্ৰুপ ডি পদে চাকরি। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

নিয়োগকারী প্রতিষ্ঠান :- EKLAVYA MODEL RESIDENTIAL SCHOOL (EMRS) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও শূন্য পদ :- এখানে যে পদ গুলি রয়েছে সেখানে মোট শূন্য পদ রয়েছে ৬৩২৯ টি । এর মধ্যে TGT (৫৬৬০) , Hostel Warden (Male) (৩৩৫) , Hostel Warden (Female) (৩২৪)

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের English / Hindi / Mathematics /
Science/Social Studies/3rd Language/
Librarian / Music/Art/PET পদে স্নাতক ডিগ্রী পাস করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

বেতন :- যে সকল প্রার্থী Trained Graduate
Teachers (TGTs) পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া লেভেল 7 অনুযায়ী (Rs.44900 – 142400/-) , Other TGTs
(Miscellaneous
posts) লেভেল 6 (Rs. 35400-112400/-) , Hostel Warden পদে লেভেল 5 অনুযায়ী (Rs. 29200 –
92300)

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 19/10/2023 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলুন। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আর রোজ এইরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment