চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। অল ইন্ডিয়া ইনস্টিটিউ অফ মেডিকেল সাইন্স এখানে গ্ৰুপ A , B ও C পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সকল প্রার্থী এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।
পদের নাম :- 1. Assistant Nursing Superintendent.
2.Medico Social Service Office Grade I.
3. Artist (Modellar)
4. Social Worker.
5. Data Entry Operator Grade-A.
6.Senior Administrative Assistant.
7.Cashier
8.Store Keeper-cum-Clerk
9.Junior Administrative Assistant.
✓ Assistant Nursing Superintendent:– এই পোস্টের জন্য মোট শূন্য পদ রয়েছে ২০ টি (UR- 10 (Female – 8 Male – 2) OBC – 5 (Female-
4, Male-1 , SC-3 (Female-2,
Male-1) , ST-1
(Female-1) EWS-1 (Female-1)।
যে সকল প্রার্থী আবেদন করবে তাদের ৪ বছরের B.Sc নার্সিং করতে হবে । আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে । এই পদে আবেদনকারীদের গ্ৰেড পে করা হবে ৫৪০০ টাকা।
✓Social Worker :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ২ টি। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এই পদে গ্ৰেড পে করা হবে ২৪০০ টাকা। এই ভাবে সকল সদ সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন। তারপর আবেদন করবেন।
আবেদন প্রক্রিয়া:- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্যে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:- এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১/০৯/২০২৩ তারিখে। আর আবেদন প্রক্রিয়া চলবে ১০/১০/২০২৩ তারিখ পর্যন্ত। যে সকল প্রার্থী পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নেবেন। আর আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE