ন্যূনতম যোগ্যতায় ক্লার্ক, স্টেনোগ্রাফার ও অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ | Clark, Assistant Stenographer Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা NIA এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীর পথ গলিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পন্ন করে দেখুন এখানে কি কি পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কত বেতন দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে চলুন দেরি না করে প্রতিবেদন সম্বন্ধে বিস্তারিত জেনেনি।

পদের নাম ও শূন্য পদ :-
1. Assistant (07)
2. Stenographer Gread-I(24)
3. Upper Division Clerk (UDC)(09)

শিক্ষাগত যোগ্যতা :- ইউনিভার্সিটি থেকে যে কোন ডিগ্রী পাস করলে আবেদন করতে পারবে।

বেতন :- যে সকল প্রার্থী Assistant ও Stenographer Gread – I পদে চাকরি করবে তাদের 35,400-1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Upper Division Clerk পদে চাকরি করবে তাদের 25,500-81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বায়োডাটা ফরমেটে বার করে নিতে হবে। সেটি বার করে নির্ভুলভাবে ফিলাপ করে নিতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সমেত একটি খামে ভরে নিচে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 02/04/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment