ফ্রিতে রেশন এর পাশাপাশি এবার প্রত্যেকটি পরিবার পাবে ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা- সূর্যোদয় যোজনা সম্বন্ধে তাড়াতাড়ি জানুন

আর কয়েক মাস বাদেই আয়োজিত হতে চলেছে লোকসভা ভোট। এই ভোটের আগে সাধারণ মানুষের মন জয় করার জন্য মোদি সরকার একটি পর একটি প্রকল্প চালু করে চলেছেন। এবং পুরনো প্রকল্পগুলির সময়সীমা বৃদ্ধি করছেন। কিছুদিন পূর্বে ২০২৩ এর ডিসেম্বর মাসে ফ্রি রেশন এর সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আবার পাঁচ বছরের জন্য ফ্রি রেশন ব্যবস্থার সময়সীমা বৃদ্ধি করা হলো। তেমনি আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি ২০২৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করলেন। এই উদ্বোধন সভায় দেশের রাজনীতিবিদ, সেলিব্রিটি ও বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই উদ্বোধন শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিরে যায় দিল্লিতে। এবং দিল্লি গিয়ে সেখান থেকে এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। দেশের প্রায় ১ কোটি পরিবারকে এই সূর্যোদয় যোজনার উপহারটি তুলে দিলেন লোকসভা ভোটের আগে। ২২ জানুয়ারি ২০২৪ রোজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “এক্স হ্যান্ডেলে” একটি পোস্টের মাধ্যমে এই প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটি সূচনা করা হয়েছে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কথা মাথায় রেখে। এই প্রকল্পের আওতায় দেশের এক কোটি পরিবারের সোলার প্যানেল বসানো হবে।

এই প্রক্রিয়াটি চালু করা হবে অতি শীঘ্রই। যার ফলে পরিবারের বিদ্যুৎ খরচ অনেকটাই হ্রাস পাবে। ফলস্বরূপ পরিবারের একটা মোটা অংকের খরচ বেঁচে যাবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো অনেক পরিবারের একটি আর্থিক সহায়তা হবে এবং সোলার প্যানেল হল একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। একবার যদি টাকা খরচা করে সোলার প্যানেল বসানো হয় তাহলে তারপর থেকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে সোলার প্যানেল। দেশের অনেক সাধারণ মানুষই প্রধানমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে দেশের আর্থিক অবস্থা উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধা পাবে দেশের সকল সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলের এই পোষ্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রী এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত এখনো বলেননি। এই প্রকল্পটি নিয়ে সাধারনের মানুষের মনে অনেক প্রশ্নই জাগছে। প্রথমত ছাদে সোলার প্যানেল লাগানো একটি পরিমাণে খরচ হয়। সেই খরচটা কি সম্পূর্ণরূপেই সরকার বহন করবে? নাকি পরিবার ও সরকার মিলে করবে? দ্বিতীয়তঃ সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সম্পন্ন পরিবার ব্যবহার করবে? না অন্য কোথাও সরবরাহ করা হবে ? এবং এই প্রক্রিয়াটি কোন কোন রাজ্যে প্রথম ধাপে শুরু হবে ?

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment