কন্যা সন্তান জন্মালেই 2 লাখ টাকা দেবে সরকার, জানুন কিভাবে পাবেন | Bhagyalakshmi Scheme 2024




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক দুর্দান্ত স্কীম নিয়ে হাজির হয়েছেন দেশের সাধারণ মানুষের জন্য। ঠিক তেমনি বিভিন্ন রাজ্য সরকারও একের পর এক বিভিন্ন ধরনের প্রকল্প এনে রাজ্যে জনসাধারণদের খুশি করেছেন। এবারে দেশের কন্যাসন্তানদের জন্য একটি নয়া যোজনা চালু করেছেন তিনি। এই যোজনার নাম ভাগ্যলক্ষ্মী যোজনা (Bhagyalakshmi Scheme 2024)। এই স্কীমের মাধ্যমে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। কন্যাদের পড়াশুনা ও বিয়েতে সাজ্যের জন্যই এই স্কীমের সূচনা। কিভাবে আবেদন করবেন এই যোজনায়? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

Bhagyalakshmi Scheme-এর বিস্তারিত তথ্য

এই যোজনার আওতায় সরকার কন্যা সন্তানের জন্মের পরেই ৫০ হাজার টাকার একটি বন্ড প্রদান করে। কন্যার বয়স ২১ বছর পার হলে এই বন্ডটিতে ২ লক্ষ টাকা যোগ হবে এবং কন্যার জন্মদায়িনী মা ৫১ হাজার টাকা পাবেন। কন্যার পড়াশুনার জন্য শ্রেনী বিশেষে অর্থ প্রদান করা হবে। ষষ্ঠ শ্রেণীতে প্রাপ্ত অর্থের পরিমাণ ৩০০০, অষ্টম শ্রেণীতে প্রাপ্ত অর্থের পরিমাণ ৫০০০ এবং দশম শ্রেণীতে প্রাপ্ত অর্থের পরিমাণ ৭০০০।




কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা উপভোগ করার জন্য আবেদনকারীর মাসিক পারিবারিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে এবং আবেদনকারীর পরিবারের কোনো সদস্য সরকারি কর্মী হলে চলবে না। কন্যা সন্তানের জন্মের ৬ মাসের মধ্যে এই যোজনা আবেদন করতে হবে অন্যথায় এই সুবিধা উপভোগ করতে পারবেন না। আবেদনের জন্য অবশ্যই কন্যা সন্তানের জন্মের প্রমাণপত্র প্রয়োজন। আবেদনকারীদের অবশ্যই উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে কারণ এই প্রকল্প শুধুমাত্র উত্তর প্রদেশে চালু হয়েছে।

এই প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :

এই প্রকল্পে আবেদনের যেসমস্ত নথিপত্রগুলি প্রয়োজন সেগুলি হল

  • পিতা ও মাতার আধার কার্ড,
  • কন্যার আধার কার্ড,
  • কন্যার জন্মের প্রমাণপত্র,
  • পিতা-মাতার বসবাসের শংসাপত্র,
  • পিতা-মাতার আয়ের শংসাপত্র,
  • পিতা-মাতার জাত শংসাপত্র,
  • পিতা-মাতার চাকরির শংসাপত্র,
  • কন্যার ব্যাংক একাউন্টের তথ্য ও
  • ফোন নম্বর।

এই নথিপত্রগুলি না থাকলে আপনি ভাগ্যলক্ষী যোজনায় আবেদন করতে পারবেন না।


ভাগ্যলক্ষী যোজনায় আবেদনের পদ্ধতি :

ভাগ্যলক্ষী যোজনায় কীভাবে আবেদন করতে হবে তা আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে জানাবো আমরা। প্রথমে আবেদনের জন্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ‘New Registration’ বিকল্পে গিয়ে কন্যার নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর আবেদনের নির্দিষ্ট লিঙ্কটি খুঁজে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অ্যাড করে সাবমিট করতে হবে। সাবমিট করা মাত্রই এই যোজনার আবেদনের পদ্ধতি সম্পূর্ণ হবে।

আবেদনের শর্ত:
এখানে আবেদন করতে হলে আবেদনকারীর পরিবারকে অবশ্যই below-poverty line এর আন্ডারে থাকতে হবে।

রাজ্যে কন্যা সন্তানদের সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে এসেছেন।

জন্মের পরে কন্যা সন্তানদের যাতে পড়াশুনোর কোন অসুবিধা না হয় তার জন্যই সরকারের এই বড় উদ্যোগ।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE


Leave a comment