সুখবর সুখবর সুখবর! চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। আজকের পদটির জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য খুব বেশি পড়াশোনার দরকার নেই শুধু উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের অধীনস্থ তথ্য ও প্রযুক্তি তথা BECIL নামক দপ্তরে তরফ থেকে। পশ্চিমবঙ্গের সকল উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে নারী ও পুরুষ সকলে আবেদন করতে পারবে।
নিয়োগকারী দপ্তর :- কেন্দ্র সরকার অধীনস্থ Boardcast Engineering Consultants India Limited ( BECIL) পক্ষ থেকে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম :-
* Data Entry Operator
* Patient Care Manager
* Patient Care Co-ordinator
* Radiographer
* Medical Lab Technologist
* Data Entry Operator :
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কোন সরকার স্বীকৃত প্রাইভেট ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছরের ওপর।
বেতন :- এই পদে চাকরি রত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০,২০২ টাকার মধ্যে।
* Patient Care Manager :
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি পাস করতে হবে Life science বিষয় নিয়ে। তার সঙ্গে Hospital Menegment এ গ্ৰাজুয়েট ডিগ্ৰি পাস করতে। এবং সংশ্লিষ্ট পরে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন :- এই পদে চাকরি রত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা করে।
* Patient Care Co- Ordinator :
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি পাস করতে হবে Life science বিষয় নিয়ে। এবং সংশ্লিষ্ট পরে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন :- এই পদে চাকরি রত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৯৭০ টাকা করে।
* Radiographer :
এই পদের জন্যে আবেদন করতে হলে প্রার্থীদের কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Radiographey তে ৩ বছর B.Sc অনার্স কোর্স কমপ্লিট করতে হবে।
বয়স এই পদে চাকরি করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
বেতন :- এই পদে চাকরি রত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫,০০০ টাকার মধ্যে।
* Medical Lab Technologist :
এই আবেদনের জন্য Medical Laboratory Technology / Medical Laboratory Science ( Physics chemistry , Biology and Biotechnology তে ব্যাচেলার ডিগ্রী পাস করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পদে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে ২১ বছরের বেশি।
বেতন :- এই পদে চাকরি রত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৯৭০ টাকার মধ্যে।
আবেদন প্রক্রিয়া :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে www.becil.com/https:// becilregistration.in । অথবা প্রতিবেদন নীচে দেওয়া অফিসিয়াল নোটিশে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর একটি আবেদন করার ফর্ম আসবে সেই ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। আবেদন করার সময় অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার দিতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি দিতে হবে । Genaral, OBC , Ex-Serviceman ও মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা ও ST, SC , EWS প্রার্থীদের ৫৩১ টাকা আবেদন মূল্য দিতে হবে। তারপর এপ্লিকেশন ফর্মটি ভালো করে চেক করে নিতে হবে। দিয়ে সাবমিট করে দিতে হবে। তার একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে ।
নির্বাচন প্রক্রিয়া :- এখানে আবেদন পত্র সাবমিট করার পর অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর অনুযায়ী একটি শর্ট লিস্ট তৈরি করা হবে । এই মেরিট লিস্ট সকল প্রার্থীরা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে। যাদের নাম লিস্টে থাকবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর দিন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ও স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে যারা সিলেক্ট হবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আর দেরি না করে তারাতারি আবেদন করুন। কারণ হাতে আর খুব বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি আবেদন পত্র জমা নেওয়া সময় শেষ হতে চলেছে। আবেদন শেষ তারিখ হল ১২/০৪/২০২৩ ।
আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। আর রোজ নতুন নতুন নিউজের আপডেট পাওয়ার জন্য আমাদের whatsapp গ্ৰুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE