বর্তমানে দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে। চারিদিকে চাকরির হাহাকার। চাকরি প্রার্থীরা একটা ভালো চাকরির আশায় প্রস্তুতি করে চলেছে দীর্ঘদিন যাবত। তারপরেও একটা ভালো চাকরির জোটাতে পারছে না। আমাদের রাজ্যেও দীর্ঘদিন যাবত কোন নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোয়নি। এর মাঝে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মনে একটু হলেও আশা জুগিয়েছে। এই নতুন চাকরি বিজ্ঞপ্তি টি প্রকাশিত করেছে BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি প্রভৃতি বিস্তারিত তথ্যগুলি আজকের এই প্রতিবেদনা আলোচনা করতে চলেছি। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়ুন।
✓নিয়োজিত সংস্থা:-
বর্তমানে এই নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড।
✓শূন্য পদের নাম:-
BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড তরফে ফিল্ড এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
✓আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:-
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিভাগে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে।
✓বয়স সীমা:-
এখানে আবেদন করতে হলে চাকরি-প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২১ বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
✓মাসিক বেতন:-
ফিল্ড assistant পদে কর্মরত চাকরিপ্রার্থীদের বেতন কাঠামো খুব ভালো রয়েছে। এখানে মাসিক ২২ হাজার ৭৪৪ টাকা করে বেতন দেয়া হবে।
✓আবেদন প্রক্রিয়া:-
এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তার জন্য সর্ব প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার্থে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। এই অফিসের ওয়েবসাইটে গিয়ে সর্ব প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সঠিকভাবে পূরণ করতে হবে। নাম ঠিকানা পূরণ হয়ে গেলে ফটো, সিগনেচার ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে হবে। সবশেষে আপনাদের আবেদন ফি জমার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
✓আবেদনের শেষ তারিখ:-
এই পদে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থেকে থাকেন তাহলে শীঘ্রই আবেদনটি সম্পন্ন করুন। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
এছাড়াও এই চাকরির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে এর অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন। আপনাদের সুবিধার্থে এর অফিসিয়াল নোটিফিকেশন লিংক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেই দেখে নিতে পারবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE