Bank of Baroda এর পক্ষ থেকে কয়েকশো কর্মী নিয়োগ, আবেদন করলে চাকরি পাবেন

সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্নাতক পাশ চাকরিপ্রার্থী যারা ছেলেবেলা থেকেই কোনো সরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্যে Bank of Baroda নিয়ে এসেছে এক সুবর্ন সুযোগ। Bank of Baroda এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে কয়েকশো কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের প্রতিটি রাজ্যেই প্রচুর শূন্যপদ তৈরী হয়েছে।তাই প্রতিটি ভারতীয় চাকরিপ্রার্থী যারা নিজ নিজ এলাকায় থেকেই চাকরি করতে চান তারা স্বচ্ছন্দ্যে এখানে আবেদন করতে পারেন। এবারে দেখে নেওয়া যাক এই চাকরিতে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স হতে হবে, কিভাবে আবেদন করতে হবে এই সব কিছু। 

 পদের নাম:-

এই ব্যাঙ্কে মোট ধরনের পদের জন্য বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। এই পদ গুলি হল- সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, আর্থিক সম্পদ সম্পর্কিত ব্যাবস্থাপক, গ্ৰুপ সেলস হেড এবং অপারেশন হেড ওয়েলথ।

শূন্যপদ:-

সারা দেশ জুড়ে প্রায় ৩৫০টি শূন্যপদ রয়েছে। 

যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে:- 

সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ভারতের যে কোনো সরকার অনুমোদিত কলেজ থেকে স্নাতক  ডিগ্ৰি পাশ করে থাকতে হবে। 

আর্থিক সম্পদ সম্পর্কিত ব্যাবস্থাপক:- 

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ভারতের যে কোনো সরকার অনুমোদিত কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। 

গ্ৰুপ সেলস হেড:-

এই পদের আবেদন কারীকেও যে কোনো সরকার অনুমোদিত কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।

অপারেশন হেড ওয়েলথ:-

এই ক্যাটাগরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর যে কোনো সরকার অনুমোদিত কলেজ থেকে স্নাতক ডিগ্রি বা MBA পাশ করে থাকতে হবে। 

আবেদন পত্র জমা করার পদ্ধতি:-

এক্ষেত্রে সম্পূর্ন আবেদন প্রক্রিয়া টি অনলাইনের মাধ্যমে সারতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদনের ব্যাবস্থা নেই। অনলাইন আবেদনের Step গুলি হল-

১) আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) তারপর সেখানে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে।

৩) সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।

৪) তারপর এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও আবেদন কারীর নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে।

৫) এবং সবশেষে Submit option এ ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান Complete। এরপর এই অ্যাপ্লিকেশান এর একটি প্রিন্ট এ বের করে নিজেদের কাছে রূপ দেবেন।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ:-

এখানে আবেদন প্রক্রিয়া গত ৩০ শে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে আগামী ২০শে অক্টোবর পর্যন্ত। আবেদন কারীদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে হবে, নয়তো আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।

আবেদন পত্র জমা করার জন্য ধার্য Fees:-

অনলাইনে আবেদন পত্র জমা করার সময় আবেদনকারীদের আবেদন এর জন্য কিছু fees জমা করতে হবে। যেমন জেনারেল প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং SC/ST/OBC এবং Army retirement person দের জন্য ১০০ টাকা করে।

নিয়োগ পদ্ধতি:-

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তারপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের গ্ৰুপ ডিসকাসান এর জন্য ডাকা হবে। এবং যারা এতে ও উত্তীর্ণ হবে তাদের একটি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এখানে ও যারা উত্তীর্ণ হবে তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

OFFICIAL NOTICE:CLICK HERE

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment