চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। এবার এয়ার ইন্ডিয়া তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন। আজকের প্রতিবেদনের সবথেকে বড় সুখবর হল এখানে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেও কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম :-
1. Duty Manager – Passenger .
2. Duty Officer – Passenger
3. Jr. Officer – Technical.
4. Customer service executive.
5. Jr. Customer service executive..
6. Sr. Ramp service executive.
7. Ramp service executive.
8. Handyman.
9. Handywoman
10. Utility Agent Cum Ramp Driver.
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বলে রাখি এখানে নূন্যতম মাধ্যমিক পাশেও বিভিন্ন পদে রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে রয়েছে আপনারা অবশ্যই অফিশিয়াল নোটিসটিক চেক করে নেবেন।
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বলে রাখি এখানে কিছু কিছু পদ রয়েছে যেখানে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ২৮ বছর। এবং কিছু কিছু পদ রয়েছে যেখানে বয়সের উর্ধ্বসীমা হল ৫০ , ৫৫ । যে পদের জন্য আবেদন করবেন সেই পদ সম্বন্ধে ভালো করে চেক করে আবেদন করবেন।
বেতন :- যে সকল প্রার্থী এই পদ গুলিতে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৫,০০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া :- এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এখানে মোট ৫ দিন ইন্টারভিউ নেওয়া হবে। 30/10/2023 , 31/10/2023 , 1/11/2023 , 2/11/2023 ও 3/11/2023 পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।
পদ সম্বন্ধে ও ইন্টারভিউ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।
আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আর রোজ এইরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE