30 হাজারের বেশি শূন্য পদে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ | WB GDS Recruitment

 চাকরিপ্রার্থীদের জন্য আবার আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ৩০ হাজারেরও বেশি শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না। এই প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছেন ভারতীয় ডাক বিভাগের তরফে। যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা হলেই হবে। তার পাশাপাশি আপনাকে ভারত তথা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। বন্ধুরা সামনে লোকসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে সরকার প্রচুর কর্মসংস্থান দিতে চলেছে। কিছুদিন আগে সরকার কয়েক লক্ষ চাকরি দেবার কথা ঘোষণা করেছেন, সেই অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই মতে এবার ভারতীয় ডাক বিভাগেও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রসঙ্গত ভারতীয় ডাক বিভাগের ইতিমধ্যে প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, সেই পথগুলো পূরণের উদ্দেশ্যেই সরকার এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেখানে বলেছে গ্রামীণ ডাক সেবক পদে ৩০ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম:-

ভারতীয় ডাক বিভাগের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS পদ।

মোট শূন্য পদের সংখ্যা:-

গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্য পদের সংখ্যা ৩০০৪১ জন। এরমধ্যে ক্যাটাগরি অনুযায়ী পদের সংখ্যা ভিন্ন রয়েছে যথা- Gen- ১৩৬১৮ টি, OBC- ৬০৫১ টি, SC- ৪১৩৮ টি, ST- ২৬৬৯ টি, EWS- ২৮৪৭ টি, PWD(A)- ১৯৫ টি, PWD(B)- ২২০ টি, PWD(C)- ২৩৩ টি, PWD(DE)- ৭০ টি।]

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি আবেদনকারীর কমপক্ষে ৬ মাসের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়স:-

আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন।

মাসিক বেতন:-

চূড়ান্ত নিয়োগ পত্র দেওয়ার পর ডাক সেবক পদে কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১২,৩০০ থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত। 

আবেদন ফি:-

ডাক বিভাগের এই পদে আবেদন করতে হলে সাধারণ ও ওবিসি চাকরি প্রার্থীদের ১০০ টাকা আবেদন দিতে হবে। অন্যদিকে SC/ST/PWD চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবেনা।

আবেদন প্রক্রিয়া:-

এই আবেদন প্রক্রিয়াটি অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য সর্ব প্রথমে আবেদনকারী কে ভারতীয় ডাক বিভাগের অফিসের ওয়েবসাইট যেতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্ব প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার অফ পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন আবেদনকারী কে লক্ষ্য রাখতে হবে তার সমস্ত তথ্য যাতে সঠিকভাবে পূরণ হয়। নয়তো পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন।

দরকারি কাগজপত্র:-

উক্ত পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

১.জন্ম প্রমান পত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।

২.মাধ্যমিকের মার্কসিট ও সার্টিফিকেট।

৩.আধার কার্ড ও ভোটার কার্ড।

৪.আবেদনকারীর জাতিগত সংসার পত্র।

৫.রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৬.আবেদনকারীর স্বাক্ষর।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:-

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন রকমের লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে আবেদনকারীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। 

    এছাড়াও এই চাকরি সম্পর্কে আর বিস্তারিত জানতে এর অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেয়া রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

Vacancy Details: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment