25 হাজার টাকা বেতনে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ | BPCL Apprentice Recruitment 2022

 সুখবর সুখবর সুখবর !  রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি  চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এর তরফে গ্ৰাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে ।  আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। প্রার্থীদের সরাসরি  ইন্টারভিউ ও ট্রেনিং এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :-  গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।

মোট শূন্যপদ :- গ্রাজুয়েট অ্যাপেন্টিস পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ১০২ টি।

ট্রেডের নাম ও শূন্য পদের বিস্তার :- 

১. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শূন্য পদ ৩১ টি।

২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শূন্য পদ রয়েছে ২৮ টি।

৩. কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ শূন্য পদ রয়েছে ৯ টি।

৪. সেফটি ইঞ্জিনিয়ারিং / সেফটি অ্যান্ড ফায়ার এ শূন্য পদ রয়েছে ১০ টি।

৫. ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ শূন্য পদ রয়েছে ৯ টি।

৬.  সিভিল ইঞ্জিনিয়ারিং এর শূন্য পদ রয়েছে ৮ টা।

৭. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শূন্য পদ রয়েছে ৫ টি।

৮. মেটাললাজি ইঞ্জিনিয়ারিং এর শূন্যপদ রয়েছে ২ টি।


শিক্ষাগত যোগ্যতা :- এই পদে চাকরি করতে গেলে প্রার্থীদের ৬০% নাম্বার নিয়ে কোন একটি নির্দিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করতে হবে ভারত সরকারের অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।


বয়স :- এখানে আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। এক্ষেত্রে প্রার্থীদের জন্ম হতে হবে ০১/০৯/১৯৯৫ থেকে ০১/০৯/২০০৪ এর মধ্যে।


বেতন/ স্টাইপেন্ড :- ট্রেনিং চলাকালীন প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ২৫ হাজার টাকা ।


আবেদন প্রক্রিয়া :- প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে আবেদনকারী কে www.mhrdnats.gov.in ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তারপর Enrolled লেখার উপর ক্লিক করতে হবে। তারপর প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফরম ফিলাপ করতে হবে। সেখানে একটি এনরোলমেন্ট নাম্বার জেনারেট করতে হবে। লগইন করে নিতে হবে। তারপর Establishment  লেখার উপর ক্লিক করতে হবে। Find Establishment Name লেখার উপর ক্লিক করতে হবে । Resume আপলোড করতে হবে। Bharat petroleum Corporation Ltd , Kochi Refinery সার্চ করতে হবে। তারপর Apply করতে হবে।


নিয়োগ পদ্ধতি :- প্রথমে আবেদনপত্রটি স্কুটনি করা হবে । সেই অনুযায়ী পার্টিদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে । শর্ট লিস্টের মাধ্যমে যাদের সিলেক্ট করা হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ যারা সিলেক্টেড হবে তাদেরকে ট্রেডে নিয়োগ করা হবে।


ট্রেনিং এর স্থান :- BPCL Kochi Refinery, Ambalamughal Kochi .

ট্রেনিং এর সময় :- এখানে প্রার্থীদের এক বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীনই প্রার্থীদের স্টাইপেন্ট দেওয়া হবে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- আবেদনের নোটিশ প্রকাশিত হয়েছে ২৪/০৮/২০২২ তারিখ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬/০৮/২০২২ তারিখ এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ০৮/০৯/২০২২ তারিখ।

এছাড়া এই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE:CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Leave a comment