সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ফিল্ড ওয়ার্কার পদে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পদের নাম :- FIELD WORKER.
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো ক্যান্সার স্ক্রীনিং প্রকল্পে 3 বছরের অভিজ্ঞতা সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা
সমতুল্য কোন ডিগ্রী পাস।
বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।
বেতন :- প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া :- এখানে পার্টিদের কোনরকম অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না। সরাসরি যেদিন ইন্টারভিউ হবে সেদিন প্রার্থীর বায়োডাটা সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান :- the Officer In-Charge (Hospital) 1st floor of Hospital Wing , CNCI Hazra campus , CHITTARANJAN NATIONAL CANCER INSTITUTE
37, S. P. Mukherjee Road, Kolkata – 700 026
ইন্টারভিউয়ের তারিখ :- ১৪ ই সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২. মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশীট।
৩. বায়োডাটা।
৪. আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৫. কাস্ট সার্টিফিকেট।
৬. অভিজ্ঞতা সার্টিফিকেট।
৭. রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
এছাড়া এই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE