মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ।
চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই ২০১৯ এ শেষবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার পর থেকে দীর্ঘ পাঁচ বছর কেটে গিয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে কোনো রকম গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই আপনারা যারা দীর্ঘ পাঁচ বছর ধরে অধীর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত খুশির খবর।
সবেমাত্র কিছুদিন আগেই ভারতীয় রেলের পক্ষ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস (NTPC) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসের শেষের দিকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আর তা শেষ হতে না হতেই এরই মধ্যে আবারও ভারতীয় রেলের পক্ষ থেকে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হলেই এবং ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকলেই যে কেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
ভারতীয় রেলের পক্ষ থেকে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে গ্ৰুপ সি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত ITI কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
ও গ্ৰুপ ডি পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT অনুমোদিত ITI কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:-
ভারতীয় রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ দুটির মধ্যে গ্ৰুপ সি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৫ অনুযায়ী ১৮-৩০ বছরের মধ্যে। অন্যদিকে গ্ৰুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৫ অনুযায়ী ১৮-৩৩ বছরের মধ্যে। তবে দুই ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে উল্লেখ্য দুটি পদের মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে হলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি হল-
১) সবার প্রথমে নর্থ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ner.indianrailways.gov.in এ ভিজিট করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৪) এই ফর্মে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
৫) পরবর্তী ধাপে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
৫) আবেদনকারীর নিজের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো।
৬) আবেদনকারীর নিজের সিগনেচার নীল কালিতে করা।
আবেদন মূল্যের পরিমাণ:-
আবেদন মূল্য হিসেবে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদেরকে ৫০০ টাকা করে এবং SC, ST, PwBD ও মহিলাদের ২৫০ টাকা করে জমা দিতে হবে। যে সকল আবেদনকারীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে আবেদন মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা:-
ভারতীয় রেলের পক্ষ থেকে নর্থ ইস্টার্ন রেলওয়ের অধীনে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১১/১১/২০২৪ পর্যন্ত। সুতরাং হাতে আর বেশি সময় নেই আপনারা যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আবেদন করে ফেলুন। সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।
OFFICIAL NOTICE- Download
OFFICIAL WEBSITE- Click Here