সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন ও উত্তর যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  সাধারণ জ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. বেথুন বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

 উঃ বিদ্যাসাগর ।

2. অব্যক্ত গ্রন্থটির রচয়িতা —

উঃ জগদীশচন্দ্র বসু ।

3. স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন ?

উঃ 1893 সালে 

4. যাযাবর কার ছদ্মনাম—

উঃ বিনয় মুখোপাধ্যায়।

5. সূর্যের কোন রশ্মি সৌর কুকার কে উত্তপ্ত করে—

 উঃ ইনফ্রারেড রশ্মি ।

6. আজবিকাশ হল —

উঃ বুদ্ধদেবের সমসাময়িক একটি ধর্ম গোষ্ঠী ।

7. পেপার গোল্ড বলা হয় মূল্য নির্ধারণের কোন একক? উঃ এস বি আর।

8. কোন অঙ্গের মাধ্যমে জল ফ্যাট এবং ক্যাটাবলিক বর্জ্য নিষ্কান্ত হয় ?

উঃ কিডনি।

9. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল—

 উঃ আলম আরা ।

10. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোন দেশটি?

 উঃ ইন্দোনেশিয়া।

11. পৃথিবীর গঠনকারী উপাদান গুলির মধ্যে শতাংশের বিচারে সবচেয়ে বেশি আছে—

উঃ অক্সিজেন।

12. ভারতের জাতীয় সংগীত গাওয়ার নির্ধারিত সময়সীমা কত সেকেন্ড ?

উঃ 52 সেকেন্ড।

13. বিশ্বের গভীরতম সমুদ্র হলো —

উঃ প্রশান্ত মহাসাগর।

14. বিশ্ব উষ্ণায়নের চর্চার দেখা দিয়েছে ওজোন স্তরের ক্ষয় সর্বাধিক হয়েছে —

উঃ আন্টার্টিকায়।

15. জাহাঙ্গীর খান কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ স্কোয়াস।

Leave a comment