সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Important General Science Question and Answer Part-2

 


নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  সাধারণ জ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


1. নীচের কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য নয়?

[A] পলিমার [B] গ্যাসােলিন [C] ন্যাপথা [D] মােবিল

Ans :- পলিমার

 2. লুফথানসা কোন দেশের বিমান সংস্থা—

 [A] জার্মানি [B] ইজরায়েল [C] ফ্রান্স [D] ইংল্যান্ড

Ans:- জার্মানি।

3. ফিনল্যান্ডের রাজধানীর নাম কী ? 

[A] হেলসিঙ্কি [B] জেনেভা [C] আমস্টারডাম [D] আম্মান।

Ans:- হেলসিঙ্কি।

4. ভারতে কোন মাসে আউশ ধান রােপন করা হয়?

[A] জানুয়ারি-ফেব্রুয়ারি [B] মে-জুন। [C] মার্চ-এপ্রিল। [D] নভেম্বর-ডিসেম্বর 

Ans:- মার্চ-এপ্রিল।

5. কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতাে?

[A] মটর [B] পদ্ম [C] শিমুল [D] ফণিমনসা

Ans:-  ফণিমনসা।

 6. মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন?

[A] সাভারকর [B] দীনবন্ধু মিত্র [C] বিপিনচন্দ্র পাল [D] নবগােপাল মিত্র 

Ans:-  সাভারকর।

7. কোন সময়ে ভারতে উর্দু ভাষার প্রচলন হয় ?

 [A] সুলতানি যুগ। [B] মুঘল যুগ। [C] ইংরেজ আমলে [D] কোনওটিই নয়

Ans:- সুলতানি যুগ।

8. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত?

[A] খাদার [B] ভাঙর [C] ভাবর [D] ভুর 

Ans :- ভাঙর।

9. ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

[A] চিরহরিৎ [B] গুল্ম [C] ম্যাগ্রোভ [D] পর্ণমােচী

Ans:- পর্ণমােচী।

10. ইলেক্ট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্লেম তার ব্যবহার করা হয় কারণ এর

 [A] গলনাঙ্ক অতি উচ্চ [B] রােধাঙ্ক খুব বেশি [C] ঘনত্ব বেশি [D] কাঠিন্য বেশি

Ans:- রােধাঙ্ক খুব বেশি।

11. রক্তকরবী’ হল একটি

[A] উপন্যাস [B] ছােটগল্প [C] নাটক [D] কবিতা

Ans:- নাটক।

 12. কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন?

[A] প্রথম রাজরাজ [B] কুলতুঙ্গ। [C] সিমুক [D] রাজেন্দ্র চোল 

Ans:-  রাজেন্দ্র চোল।

13. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?

[A] ১ জুলাই [B] ১৭ জুন [C] ১১ জুলাই [D] ১২ সেপ্টেম্বর 

Ans:- ১১ জুলাই।

 14. হাইড পার্ক কোথায় অবস্থিত?

[A] প্যারিস [B] লণ্ডন [C] মেলবাের্ন [D] ভ্যাঙ্কুভার

Ans :- লণ্ডন।

ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

[A] রিষড়া [B] বলি [C] কাঁচরাপাড়া [D] হালিশহর।

Ans :- রিষড়া।

 15. রক্তের শ্রেণিবিভাগ প্রথম কে করেন?

[A] উইলিয়াম হার্ভে [B] কার্ল ল্যান্ডস্টেইনার [C] লিউয়েন হক [D] জে থমসন

Ans:- কার্ল ল্যান্ডস্টেইনার।

 16. অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ বইটি কার লেখা? 

[A] ভি এস নইপল [B] জন গলব্রেথ [C] চার্লস ডিকেন্স [D] লুইস  ক্যারল

Ans :- লুইস  ক্যারল ।

17. ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়ােজক দেশ কোনটি ?

[A] রাশিয়া [B] ইংল্যান্ড [C] কাতার [D] জাপান

Ans :- কাতার।

18. ভারতের কোন শহরের অপর নাম সবুজ নগর ?

[A] দেরাদুন [B] বেঙ্গালুরু [C] সিমলা [D] চন্ডিগড়

Ans:- বেঙ্গালুরু ।

19. মানুষের দেহের দুটি কিডনিই যৌথ মাপ কত ?

[A] হৃদপিন্ডের অর্ধেক [B] হৃদপিন্ডের সমান [C]  হৃদপিন্ডের দ্বিগুণ [D] হৃদপিন্ডের তিনগুণ।

Ans:- হৃদপিন্ডের সমান ।

20. ভারত সরকারের অরণ্য গবেষণাগার টি কোথায় অবস্থিত?

[A] গুয়াহাটি [B] ভূপাল [C] দেরাদুন [D] সিমলা।

Ans:- দেরাদুন ।

Leave a comment