সমস্ত যোগ্যতায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে প্রশিক্ষণ নিয়ে প্রচুর চাকরি, আবেদন করলেই চাকরি পাবেন | WB Karmadisha job Recruitment 2022

 জীবন সংগ্রামে ব্যস্ত মানুষ আজ যেন থমকে দাঁড়িয়ে। মনের মধ্যে চাপা যন্ত্রণার দিব্যপ্রকাশ আজ সমাজে শুধু প্রতিফলিত হচ্ছে। প্রতিটা মুহূর্তে আজ আমরা দেখতে পাচ্ছি জীবনসংগ্রামী বেকার মানুষ। মানুষের বেকারত্ব যেন আজ অম্বরস্পর্ষী। যেন আকাশ ছেয়ে গেছে এই বেকারত্বে। আর বেকারত্বের আবহাওয়া যেন  পাগল করে তুলেছে সমস্ত বেকারদের। যেন মহাকাশে অগণিত তারার ন্যায় আজ সমাজের বেকারদের সংখ্যা। এবং চাকরি সংখ্যা কেবলমাত্র মহাকাশের মতই সীমিত। উপরোক্ত আলোচনার ন্যায় সত্য যেন বেকারত্বের হার বেড়ে আজ হয়েছে সমুদ্রের মতো। সকল বেকার যুবক-যুবতী ছেড়ে দিয়েছে জীবনের আশা। তারা বন্ধ করে দিয়েছে আজ স্বপ্ন দেখা। রঙিন জীবন থেকে তারা ফিরে গিয়েছে সাদাকালো জীবনে। তারা আজ সমাজে না পারে সোজা হয়ে দাঁড়াতে। আর না পারছে আনন্দময় জীবন কাটাতে। আর না পারছে নিজের মুখ খানা সমাজে দেখাতে। সকল বেকার যুবক-যুবতীদের বেকারত্বের জীবনের বেকারত্ব থেকে তুলে জীবনের এক অভূতপূর্ব জীবনে প্রবেশ করানোর উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সকল বেকার যুবক-যুবতীদের অন্নসংস্থানের উদ্দেশ্য নিয়ে প্রথমে চালু করেছিলেন এক প্রকল্প যার নাম দিয়েছিলেন উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষ বাংলার অধীনে প্রচুর বেকার যুবক-যুবতীদের তিনি কারিগরি বিদ্যা শিক্ষার প্রশিক্ষণ দিয়ে আলোর দিশা দেখিয়েছেন। এবং তাদের স্বাবলম্বী করে তুলেছেন। এই আলোর মাধ্যমে উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গে হাজার হাজার বেকার যুবক-যুবতী। এবং স্বাবলম্বী হয়ে তারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। সেই রকমই এক নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে আমাদের রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চাকরির ব্যবস্থা করেছেন। হাজার হাজার বেকার যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে বেকারত্বের জ্বালা থেকে উঠে আসবে আনন্দের জগতে। এই আনন্দের এক অনিবার্য নিঃশব্দ বহিঃপ্রকাশ মেটানোর জন্য আজ এ প্রকল্পের সূচনা করলেন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।

 এবার আসি এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার পর্বে:-

 প্রকল্পের নাম:- কর্মদীশা

কর্মদীশা প্রকল্প কি:- এই প্রকল্পটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প। উৎকর্ষ বাংলা তে যেমন হাজার হাজার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমেও হাজার হাজার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং স্বাবলম্বী করে তোলা হবে। এবং প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ।

 এই কর্ম দিশা প্রকল্প কিভাবে আবেদন করবেন:-

1:- করমদিশা প্রকল্পের অধীনে আপনার নিজের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে প্রথমে আপনার মোবাইল এর google search box এ গিয়ে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এর ওয়েবসাইট টিতে প্রবেশ করতে হবে।

2:- আমার কর্মদিশাতে ক্লিক করতে হবে।

3:- তারপর আপনার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

4:- এরপর আপনার মোবাইল এ একটি OTP আসবে সেটিকে Confirm করতে হবে।

5:- তারপর হ্যাঁ option এ ক্লিক করে ফাইনাল সাবমিট করতে হবে।

6:- তারপর একটি গেম আসবে সেটি খুব কম সময়ের মধ্যে ঠান্ডা মাথায় খেলতে হবে।

7:- গেম খেলা শেষ হয়ে গেলে কিছু প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দিতে হবে।

 কর্ম দিশা প্রকল্পে আবেদনের জন্য বয়সসীমা:-

এই প্রকল্পের আবেদন করতে গেলে আবেদন প্রার্থীকে অবশ্যই 18 বছরের উর্ধ্বে বয়স হতে হবে তাছাড়া কোনমতেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

এই কর্ম দিশা প্রকল্পের অধীনে যে সকল পদ গুলি রয়েছে সেই সকল পদ গুলি হল নিম্নরূপ:-

১) কৃষি

২) অটোমোবাইল

৩) সৌন্দর্য ও সুস্থতা

৪) কাউন্সিলের মালিকানাধীন কোর্স

৫)ক্যাপিটাল গুডস

৬) নির্মাণ

৭) গৃহ কর্মী

৮) ইলেকট্রনিক্স ও সফটওয়্যার

৯)খাদ্য প্রক্রিয়াকরণ

১০) আসবাবপত্র ও জিনিস পত্রের

১১) গয়না

১২) সবুজ চাকরি

১৩) স্বাস্থ্য সেবা

১৪) হস্তশিল্প 

১৫)ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা ও বীমা

১৬) পোষাক তৈরী ও মেকআপ

১৭) মহাকাশ ও বিমান চলাচল।

 এছাড়াও এখানে রয়েছে প্রচুর চাকরির সুব্যবস্থা এবং এখানে যদি আপনি এই প্রকল্পের অধীনে কোনরকম প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুব্যবস্থা। তাই দেরি না করে এক্ষুনি আবেদন করুন এই প্রকল্পের  অধীনে নাম নথিভুক্তকরণ এর জন্য।

 এরকম চাকরির এবং অন্যান্য খবরের নিত্যনতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।

OFFICIAL WEBSTE: CLICK HERE

আরও খবর পড়ুন: CLICK HERE


Join Telegram Channel : CLICK HERE

Leave a comment