চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আপনারা অবশ্যই জানেন যে রূপশ্রী প্রকল্প রাজ্য সরকার অধীনে পরিচালিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন পদে প্রচুর কর্মী কর্মরত অবস্থায় রয়েছে। তবে বর্তমানে রূপশ্রী বর্তমানে দুয়ারে সরকার অন্তর্ভুক্ত করায় যথেষ্ট পরিমাণে কর্মীর অভাব রয়েছে। কারণ দুয়ারে সরকারের মাধ্যমে এই রুপশ্রী প্রকল্পের নাম নথিভুক্তক কারণ এখন সরাসরি নিজের বাড়িতে বসেই করতে পারছেন। তাই রূপশ্রী প্রকল্পের আবেদন কারীদের সংখ্যা বেড়েছে তার পাশাপাশি কর্মীদের কাজের পরিমাণও বেড়েছে। এই সব দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার বিভিন্ন জেলায় জেলায় রূপশ্রী প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করছে। আর এই নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন পদের নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য গুলি নিচে দেওয়া হল।
■ শূন্য পদের নাম:-
রুপশ্রী প্রকল্পের এই নিয়োগটি করা হবে একাউন্টেন্ট পদে।
■ মাসিক বেতন:-
এখানে মাসিক বেতন দেয়া হবে প্রতিমাসে ১৫০০০ টাকা করে।
■ মোট শূন্য পদ:-
এখানে মোট শূন্য পদ রয়েছে ৩ যার মধ্যে জেনারেল ক্যাটাগরি জন্য ১ টি, SC ১ টি, এবং OBC ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য ১টি।
■ শিক্ষাগত যোগ্যতা:-
আবেদক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটারের MS Office Package এর কাজের জ্ঞান থাকতে হবে।
■ পার্থির বয়স সীমা:-
এখানে আবেদন করতে হলে ১/১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
■ আবেদন করার পদ্ধতি:-
●এই আবেদনটি আপনাদের সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তার জন্য পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে সরাসরি আবেদনটি আপনাদের করতে হবে।
●পুরুলিয়া Purulia.gov.in ডট ইন গিয়ে আপনাদের আবেদনের অপশনে ক্লিক করে আবেদনটি করে নিতে হবে।
●আপনাদের সুবিধার্থে অফিশিয়াল বিজ্ঞপ্তির লিংক টি এবং অফিশিয়াল নোটিফিকেশনটি নিম্নে উল্লেখ করা হলো।
●সেখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন অথবা সরাসরি আবেদনটি করতে পারবেন
■ প্রয়োজনীয় ডকুমেন্ট:-
আবেদন পত্রের সাথে যেসব প্রয়োজন ডকুমেন্টগুলি গুলি সাবমিট করতে হবে সেগুলি হল।
১. মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২. আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।
৩. গ্র্যাজুয়েশন এর মার্কশিট ও সার্টিফিকেট।
৪. কম্পিউটার সার্টিফিকেট।
৫. কাস্ট সার্টিফিকেট, যদি থেকে থাকে।
৬. এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
■ প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। যার নম্বর বিভাজন টি হল
•লিখিত পরীক্ষা 50 নম্বরের।
•কম্পিউটার টেস্ট হবে ৪০ নম্বরের।
•মৌখিক পরীক্ষা থাকবে ১০ নাম্বারের।
■ জব লোকেশন:-
এই নিয়োগটি বর্তমানে পুরুলিয়া জেলার দেয়া হবে। পরবর্তীতে অন্যান্য জেলায় নিয়োগ করা হলে আমরা আপনাদের জানিয়ে দেবো।
■ আবেদনের শেষ তারিখ:-
এই আবেদনটি শুরু হয়েছে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে যা চলবে আগামী ৩০ শে ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।