আপনি কি কোনো সু প্রতিষ্ঠিত সরকারি চাকরি খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এ পোষ্টের মাধ্যমে আমরা জানাতে চলেছি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ সম্পর্কে। তাই আপনি যদি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। তাহলে এই চাকরিটিতে আপনি বসার সুযোগ পেয়ে যাবেন। চাকরির এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ISRO অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তরফ থেকে। যেখানে একটি নোটিফিকেশন বলা হয়েছে তারা আপার ডিভিশনাল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র, পার্সেন্ট, স্ট্যানোগ্রাফার সহ অন্যান্য পদে প্রচুর শূন্য পদের নিয়োগ করতে চলেছেন। তাহলে আসুন আর দেরি না করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে, আবেদন ফি কত লাগবে, কিভাবে আবেদন করবেন, শূন্যপদ কত রয়েছে বেতন কত রয়েছে, কত দিন থেকে কত দিন পর্যন্ত আবেদন করা যাবে জেনে নিন।
■ শূন্য পদের নাম:-
এই চাকরির যে পদে গুলিতে নিয়োগ করা হবে তা হল Upper Division Clerk, Assistant, Junior Personal assistant, Stenographer
■ নিয়োগ কারী সংস্থার নাম:-
এই নিয়োগটি করা হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ISRO তরফ থেকে।
■ চাকরির ধরন:-
ভারত সরকারের অন্তর্গত স্থায়ী পদের Central Govts চাকরি।
■ জব লোকেশন:-
এই চাকরির আপনাদের জব লোকেশন দেওয়া হবে ISRO হেডকোয়ার্টার অফিসে।
■ মোট শূন্য পদ:-
Upper Division Clerk, Assistant, Junior Personal assistant, Stenographer সহ একাধিক বিভাগে মোট 526 জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
■ শিক্ষাগত যোগ্যতা:-
এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম যেকোনো শাখায় গ্ৰেজুয়েশন পাশ করে থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক।
■ পার্থির বয়স সীমা:-
পার্থির বয়স সীমা লাগবে 18 থেকে 28 বছর মধ্যে তবে SC ST প্রার্থীরা অতিরিক্ত 5 বছরের ছার পেয়ে যাবেন।
■ বেতন:-
এই চাকরির ক্ষেত্রে আপনাদের মোট বেতন দেয়া হবে 47043 টাকা করে প্রতি মাসে।
■ আবেদন করার পদ্ধতি:-
এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে তার জন্য প্রথমে
● ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনের পিডিএফ টি ডাউনলোড করে ভালো করে সেটাকে পড়ে নিন।
● তার পরবর্তীতে অনলাইনে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করুন।
● রেজিস্ট্রেশনটি কমপ্লিট হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
● লগইন করার পরবর্তীতে আপনাদের সামনে একটি অনলাইন ফর্ম খুলে যাবে পরবর্তীতে সেই ফর্মটি যত্ন সহকারে পূরণ করার মাধ্যমে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করুন।
● ফার্মটি পূরণ করার পর আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপলোড দিন এবং সবশেষে আবেদন ফি জমা করুন।
■ আবেদন ফি:-
এখানে আবেদন করতে জেনারেল প্রার্থীদের 100 এবং SC ST প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবেনা।
■ আবেদনের শেষ তারিখ:-
আবেদনের শেষ তারিখ ইংরেজির 09/01/2023 অর্থাৎ এই তারিখ এর মধ্যে রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন।
☆ চাকরি সংক্রান্ত নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের নিয়মিত ফলো করুন।