∆ বিভিন্ন শূন্য পদের নাম:-
এখানে যে পথ গুলোতো নিয়োগ করা হবে সে পথগুলি হলো-
• enographer Grade II
• Junior Secretariat Assistant
• Senior Secretariat Assistant
• Assistant Section Officer
• Assistant Engineer (Civil)
• Finance Officer
• Librarian
• Primary Teacher (Music)
• Trained Graduate Teacher
• Post Graduate Teacher
• Principal
• Vice Principal
• Assistant Commissioner
∆ শিক্ষাগত যোগ্যতা:-
এখানে গ্রুপ সি পথগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপনাকে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকা বাধ্যতামূলক এবং এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
∆ বয়স সীমা:-
এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির ক্ষেত্রে আপনাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।
∆ আবেদন পদ্ধতি:-
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের Department Of Education and Literacy এর পক্ষ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন গুলিতে গ্ৰুপ সি ও শিক্ষক সহ আরও অন্যান্য যে সব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগটি আপনাকে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
•তার জন্য প্রথমে আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইট www.kvsangathan.nic.in ক্লিক করে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
•তার পরবর্তীতে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে করে নিলেই আপনার সামনে আবেদনের ফরমটি খুলে যাবে। তার পরবর্তীতে আপনারা আবেদন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী ফর্মটি সঠিকভাবে পূরণ করে সেটাকে সাবমিট করে দিবেন।
•শান্তি সাবমিট করার পর আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মাধ্যমিকের এডমিট কার্ড মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্টগুলোকে স্ক্যান করে আপলোড করে দেবেন।
•ডকুমেন্টগুলো আপলোড করার পরবর্তীতে আপনাদের আবেদন ফ্রি দেওয়া হলেই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।
∆ প্রয়োজনীয় নথিপত্র:-
এখানে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার সেগুলি হল।
•জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
•মাধ্যমিকের মার্কশীট।
•উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
•কম্পিউটার সার্টিফিকেট।
•দেশের বৈধ বাসিন্দা হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।
•জাতিগত সংশয় পত্র যদি থেকে থাকে।
•এক কপি ফটো এবং সিগনেচার
∆ আবেদন করার শেষ তারিখ:-
Department Of Education and Literacy এর পক্ষ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন গুলিতে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া গত ৫/১২/২০২২ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৬/১২/২০২২ রাত ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।