মাধ্যমিক পাসে ভারতীয় রেলে প্রচুর গ্ৰুপ-ডি নিয়োগ | RRB Group-D Recruitment 2023

 মাধ্যমিক পাশে ভারতীয় রেলের প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা যারা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। দীর্ঘ অপেক্ষার অবশেষে আবারো ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এখানে এবং সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একে একে নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন।

আবেদন করার নিয়মাবলী:-

যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে https://www.apprenticeshipindia.gov.in এ যেতে হবে।

২) এরপর রেজিস্ট্রেশন করতে হবে

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) এরপর একটি পেজ খুলবে যেখানে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৫) এরপর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্ট যেমন পাসপোর্ট সাইজের ফটোকপি ও সিগনেচার আপলোড করে জমা করতে হবে

প্রার্থী বাছাই পদ্ধতি:-

এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি আবেদন করার পরে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্টের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যারা যারা এখানে চান্স পাবেন তাদের এক বছরের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ট্রেনিং শেষে কাজে নিযুক্ত

করা হবে।

নিয়োগকারী বিভাগের নাম:-

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)এর তরফে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ গুলির নাম:-

এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল

• Draftsman (Civil)

• Electrician

• Electronics Mechanic

• Carpenter

• Copa

• Machinist

• Painter

• Fitter

• Plumber

• Turner

• Welder

• Wireman

• Gas Cutter

• Steno সহ আরও কয়েকটি।

শূন্যপদের সংখ্যা:-

 মোট শূন্যপদের সংখ্যা হল ৫৪৮ টি।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

এখানে চাকরি করতে হলে চাকরি-বাকরিদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া পদ সম্পর্কিত কিছু যোগ্যতা থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্যাবলী:-

এখানে আবেদন করতে হলে নিচের ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে-

১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

২) আধার কার্ড অথবা ভোটের কার্ড।

৩) মাধ্যমিক পাস মার্কশি

৪) অন্যান্য যোগ্যতা যেমন আইটিআই

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৭) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।

৮) রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।

আবেদনের সময়সীমা:-

এখানে সরাসরি অনলাইনে আবেদন ৩/০৫/২০২৩ থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে ৩/০৬/২০২৩ তারিখ পর্যন্ত। 

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: REGISTRATION / LOGIN

OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a comment