মাধ্যমিক পাশে ২০২৬ টি শুন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ। RRB Railway Group D Recruitment

  সুখবর সুখবর সুখবর! যে সমস্ত প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করে ঘরে বসে
আছেন একটি চাকরি আশায় ।ঋ তাদের জন্য আজকের খবরটি হতে চলেছে বিরাট বড়
সুখবর। মাধ্যমিক পাশে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে 2026 টি শূন্য পদে
গ্রুপ সি তে কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য সম্পন্ন বিনামূল্যে
প্রশিক্ষণ দেয়া হবে এবং মাসিক স্টাইপেন ও দেয়া হবে। এখানে প্রার্থীদের
শিক্ষাগত যোগ্যতা ও ট্রেড স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে
সারা রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী যুবক ও যুবতি সকলেই আবেদন করতে পারবে।

নিয়োগকারী সংস্থা ও শূন্য পদ
:- কেন্দ্রীয় সরকারের অধীনস্থ North Western Railway Recruitment Cell এর
পক্ষ থেকে সারা দেশে মোট যে ২,০২৬ টি শূন্যপদে ১ বছরের প্রশিক্ষনের
মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ‌।

এখানে বিভিন্ন রকমের শূন্য পদ রয়েছে নিজের শূন্য পদগুলির নাম আলোচনা করা হলো –

1.Mechanic Machine Tool Maintenance

2. Machinist

3. Mechanical

4. Welder

5. Electrician

6. Fitter

7. Diesel Mechanic

8. Pipe Fitter

9. Painter

10. Mason

11. Carpenter

12. Electrical

শিক্ষাগত যোগ্যতা
:- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০
শতাংশ নাম্বার নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। সেক্ষেত্রে কোনো
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল ট্রেনিং বা Trade course Complete করতে
হবে। 

বয়স :- এই আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে
১৫ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। এছাড়া সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের
জন্য বয়সে ছাড় আছে।

আবেদন পদ্ধতি :- এখানে
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি
তে ক্লিক করতে হবে বা গুগল সার্চ বক্সে ভারতীয় রেল বিভাগের অফিসিয়াল
ওয়েবসাইট www.rrcjaipur.com লিখে সার্চ করতে হবে। তারপর একটি পেজ ওপেন হবে
সেই পেজে আবেদনকারী সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
তারপর একটি পেজ ওপেন হবে সেখানে আবেদনকারীর সমস্ত পারসোনাল তথ্য দিতে হবে।
তারপর আবেদনকারী কে যে ট্রেডে প্রশিক্ষণ নিতে চাই সেই অপশনটি সিলেক্ট করতে
হবে। এছাড়া আবেদনকারীর ডকুমেন্ট ও এক কপি পাস সাইজের ফটো ও সিগনেচার
স্ক্যান করে আপলোড করতে হবে।

 আবেদন মূল্য :-
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে একটি আবেদন মূল্য ধার্য করা
হয়েছে। জেনারেলদের ক্ষেত্রে ১০০ টাকা । এছাড়া ST , SC , OBC , PWBD ওও
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন করলেও ধার্য করা হয়নি।

 প্রয়োজনীয় নথিপত্র :- 

১. বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।

২. আধার কার্ড বা ভোটার কার্ড।

৩. মাধ্যমিকের এডমিট কার্ড ও মাকসীট। 

৪. ভোকেশনাল ট্রেনিং বা ট্রেড কোর্স এর সার্টিফিকেট।

৫. কাস্ট সাটিফিকেট।

৬. পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনের তারিখ সমূহ :-
যে সকল প্রার্থীর এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এখানে আবেদন
করুন আবেদন প্রক্রিয়ায শুরু হবে ১০/০১/২০২৩ এবং আবেদন প্রক্রিয়া চলবে
১০/০২/২০২৩ তারিখ পর্যন্ত। তাই আবেদনকারীরা এখানে আবেদন করার সময় পাবে
টানা একমাস ।

Official Notice :- Click here

Apply now :- Click here 

Leave a comment