ভারতের রেল নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ পদে কয়েক হাজার শুন্য পদে নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর। নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে সরাসরি আবেদন করতে পারবে। তবে একটি শর্ত হলো এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নাগরিক হলেই আপনারা নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিশ বা শিক্ষানবিস পদে আবেদন করতে পারবেন। আজকে আমাদের এই প্রতিবেদন ভারতীয় রেলের এই নব শুন্য পদে নিযুক্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি উক্ত পদে আবেদনে ইচ্ছুক প্রকাশ করে থাকেন তাহলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিশ বা শিক্ষানবিস পদে আবেদন কবে থেকে শুরু হবে কতদিন পর্যন্ত চলবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রার্থী বাছাই পদ্ধতি প্রভৃতি বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলি নিম্নে আলোচনা করা হলো।
✓Advertisement No:- Notification No. RRC/WR/01/2023 Apprentice Dated 21/06/2023
✓কোন কোন পদে নিয়োগ করা হবে:-
ভারতীয় রেলের মোট ৩৬২৪ জন পদের যে বিভিন্ন বিভাগ গুলিতে শিক্ষানবিশ নিয়োগ করা হবে সেই বিভাগ গুলি হল-
•ফিটার (Fitter)
•ওয়েল্ডার (Welder (G&E)
•টার্নার (Turner)
•মেশিনিস্ট (Machinist)
•কারপেন্টার (Carpenter)
•ইলেকট্রিশিয়ান Electrician
•পেইন্টার (Painter)
•ইলেক্ট্রনিক্স মেকানিক (
•মেকানিক Mechanic (DSL)
•এ সি / রেফ্রিজারেশন মেকানিক ( AC / Refrigeration)
ওয়ারম্যান (Wireman)
•প্লাম্বার (Plumber)
•ড্রাফটম্যান (Draughtman)
•স্টেনোগ্রাফার (Stenographer)
✓আবেদন পদ্ধতি:-
এখানে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে। তার জন্য আপনাদের প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrc-wr.com ভিজিট করতে হবে। তার পরবর্তীতে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেগুলো-
১.সর্বপ্রথম আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
২.রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগইন করতে হবে।
৩.লগইন করার পর আপনাদের সামনে আবেদনের পেজটি খুলে যাবে। এবার আবেদনের পেজে উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন হবে।
৪.আবেদনপত্রের সাথে আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা সমস্ত নথিপত্র আপলোড দিতে হবে।
৫.সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
✓বয়স সীমা:-
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে।
✓চাকরিপ্রার্থীর বেতন:-
এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা / স্টাইপেন্ড দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে।
✓ শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় রেলের এ পদে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে ITI কোর্স কমপ্লিট করতে হবে।
✓প্রয়োজনীয় নথিপত্র:-
এখানে আবেদন করতে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হল-
A. জন্ম প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
B. ভারতীয় নাগরিকের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
C. আপনার মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
D. ITI অথবা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিটে সার্টিফিকেট।
E. জাতিগত সংশয় পত্র বাধ্যতামূলক নয় যদি থেকে থাকে।
F. আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।
এছাড়াও উক্ত চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশন লক্ষ্য করুন। আপনাদের সুবিধার্থে এর অফিসের নোটিফিকেশন এর লিংক আমাদের প্রতিবেদনে নিচে দেওয়া রইল।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE