ভৌত বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 


নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভৌত বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?

উঃ কার্বনডাই অক্সাইড।

2. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন?

উঃ বোর।

3. জার্মান সিলভার এ কোন ধাতুটি অনুপস্থিত থাকে?

উঃ সিলভার।

4. কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়?

উঃ ইথিলিন।

5. কোন যৌগের ক্ষেত্রে সম্ভবত ধর্ম দেখা যায়?

উঃ সমযোজী যৌগ।

6. কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়?

উঃ  ভোল্টামিটার।

7. ডিটারজেন্ট জলকে দূষিত করে কারন এতে আছে –

উঃ ফসফেট।

8. পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি?

উঃ ইউরিয়া।

9. পারদ এর সংকেত কে কি বলে?

উঃ অ্যামাল গাম।

10. কটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়?

উঃ 6 টি।

11. ডলোমাইট কোন উপাদানের আকরিক?

উঃ ম্যাগনেসিয়াম।

12. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হল-

উঃ ইলিয়াম।

13. স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পাওয়া যায়?

উঃ ইউরিয়া।

14. ন্যাপথালিন হলো- 

উঃ সমযোজী কঠিন।

15. LNG গ্যাস এর পুরো নাম কি?

উঃ Liquefied Natural Gas.

Leave a comment