ভৌত বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভৌত বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. ভেক্টর রাশি হল- 

উঃ ভার।

2. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?

উঃ আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ।

3. স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন? 

উঃ স্যামুয়েল ওয়াটসন।

4. ওজনের SI একক কি ?

উঃ নিউটন।

5. এক আলোকবর্ষ কোনটির একক- 

উঃ দূরত্ব।

6. ক্যারেট কিসের একক- 

উঃ ভর।

7. গ্রিক অক্ষর ‘নিউ’ দিয়ে কি প্রকাশ করা হয়- 

উঃ কম্পাঙ্ক।

8. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম –

উঃ টেনসিওমিটার ।

9. ক্রোনোমিটার কে আবিষ্কার করেন – 

উঃ জন হ্যারিসন

10. কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়?

উঃ হ্যান্ডস।

11. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয়?

উঃ ব্যারোমিটার।

12. স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?

উঃ ভার ।

13. কোন মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়?

উঃ ফার্মি।

14. কোন পদ্ধতি কে দশমিক পদ্ধতি বলা হয়?

উঃ S.I

15. দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কি ব্যবহার করা হয় ?

উঃ স্টপ ওয়াচ।

Leave a comment