ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Geography Important Questions and answers PART-4

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

 1. ভারতের  বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল —

উঃ কোচিন শিপইয়ার্ড, কোচি।

2. পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়েছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সাহীন-III এর। সাহীন-III এর লঞ মােড কী?

উঃ ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র।

3. আদমসুমারী 2011 অনুযায়ী নীচের কোন্ রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন?

উঃ অরুণাচলপ্রদেশ।

 4. আদমসুমারী 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ণ যে

রাজ্যটিতে—

উঃ গােয়া।

5. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা —

উঃ জি.কে. গােখলে।

6. কোন্ দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো -এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক (UCCN) সদস্য হিসেবে মনােনীত করা হয়েছে?

উঃ বারাণসী ও জয়পুর।

 7.  নীচের কোন্ রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে?

উঃ নাগাল্যান্ড।

8. ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল

উঃ 1960 এর দশক।

9.  কৃষক ভিত্তিক আবাদ বলতে বােঝায়—

উঃ ক্ষেতমজুর দ্বারা চাষ।

10. পৃথিবীতে যদি কোন বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত —

উঃ ভীষণ শীতল।

11. ভৌগােলিক শিল্প কেন্দ্রীকতা থেকে সৃষ্ট হয় —

উঃ অনুভূমিক ও উল্লম্ব যােগসূত্র।

12. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু নিয়ে গেলে বস্তুটির —

উঃ ওজন বাড়ে।

13. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে—

উঃ উত্তর এবং উত্তর পূর্বে।

পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল — 

উঃ তিস্তা, জলঢাকা, রায়ডাক।

14. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল—

উঃ গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি ।

15. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শােষণ করে?

উঃ স্ট্র্যাটোস্ফেয়ার।

 16. কোলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে—

উঃ কোলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।

17. পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত—

উঃ কর্কটক্রান্তির নিকট।

18. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ —

উঃ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

19. ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হল—

উঃ খাজনা গ্রাম।

20. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল —

উঃ আনথ্রাসাইট ।

Leave a comment