ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Geography Important Questions and answers PART_3

 


নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1.  চির বসন্তের দেশ বলা হয় কাকে? 

উঃ কুইটো।

2.  আটলাস পর্বত শ্রেণির লবণাক্ত জলের হ্রদকে কী বলে ?

উঃ শটস্।

3.  আনাকোন্ডা সাপ কোথায় দেখা যায়? 

উঃ আমাজন অববাহিকায়।

 4.  কঙ্গো নদীর অপর নাম কী ? 

 উঃ জাইরে।

 5.  ভারতের কোন্ রাজ্যের আকৃতি অনেকটা Chicken’s Neck-এর মতাে? 

 উঃ পশ্চিমবঙ্গ।

6.  জীববৈচিত্র্য বর্ষ হিসাবে কোন্ বছর পালিত হয় ?

উঃ ২০১০ খ্রিঃ

7.  রকি পার্বত্য অঞ্চলের উম্ন ও শুষ্ক বাযুকে কী বলা হয়?

উঃ চিনুক।

8.  কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি ?

উঃ গোয়া।

9.  ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য (Carbon free state) কোনটি ?

উঃ হিমাচল প্রদেশ।

10.  আট্টাকুল পােঙ্গলা কোন্ রাজ্যের ধর্মীয় উৎসব ?

উঃ কেরল।

 11.  পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি?

উঃ আন্টার্কটিকার ল্যামবার্ট।

12.  ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

উঃ তারাপুর-মহারাষ্ট্র।

13. ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করেছে?

উঃ নামিবিয়া।

14. দক্ষিণ পশ্চিম আফ্রিকার বর্তমান নাম কি?

উঃ জিব্রাল্টার প্রণালী।

15. আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত পর্বতটির নাম কি ?

উঃ আটলাস।

Leave a comment