ভূগোলের বেশ কিছু প্রশ্ন-উত্তর | যা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Geography Important Questions and answers PART-2

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. ঝুম’ কথাটি কী বােঝাতে ব্যবহার করা হয় ? 

[A] উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন [B] উত্তর-পূর্ব ভারতের কৃষিকাজ [C] উত্তর-পূর্ব ভারতের প্রচলিত নাচ [D] উত্তর-পূর্ব ভারতের উপজাতীয় দেবী 


Ans:-  উত্তর-পূর্ব ভারতের কৃষিকাজ ।


2. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণি কোনটি?                [A] নীলগিরি [B] শিবালিক [C] আরাবল্লী [D] হিমালয়

Ans:-  আরাবল্লী ।

 3. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  [

[A] বৈকাল হ্রদ [B] সুপিরিয়র হ্রদ  [C] মিচিগান হ্রদ [D] অন্টারিও হ্রদ



Ans:-  বৈকাল হ্রদ ।

 
4. আফ্রিকা ইউরােপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে— [A] ভূমধ্যসাগর [B] লােহিত সাগর

( [C] আটলান্টিক মহাসাগর [D] পারস্য উপসাগর


Ans:- ভূমধ্যসাগর ।

 5. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

[A] দেরাদুন [B] সিমলা [C] ভােপাল [D] লক্ষৌ 


Ans:- দেরাদুন।

6. ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য—
  [A] 5516.6 কিলােমিটার [B] 3316.6 কিলােমিটার [C] 7516.6 কিলােমিটার [D] 4516.6 কিলােমিটার 

Ans:-  7516.6 কিলােমিটার।

7. পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল—
  [A] গােবি [B] থর [C] আটাকামা [D] সাহারা 

Ans:-  আটাকামা।

 8. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত —
[A] মধ্যপ্রদেশ [B] পশ্চিমবঙ্গ [C] আসাম। [D] তামিলনাড়ু

Ans:- পশ্চিমবঙ্গ ।

 9. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন্ নদীর উপর অবস্থিত ?
  [A] মহারাষ্ট্রের কয়না নদী [B] গুজরাটের তাপ্তি নদী [C] উত্তরপ্রদেশের বেতােয়া নদী [D] ওডিশার মহানদী 

Ans:-  উত্তরপ্রদেশের বেতােয়া নদী।

10.  কালাে সুতির মাটির অন্য প্রচলিত নাম হল— 
[A] ভাঙর [B] রেগুর [C] ভাবর [D] খাদার

Ans:-  রেগুর।

 11.  নিম্নলিখিত সৌরজগতের কোন্ গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘােরে—
[A] ইউরেনাস [B] মঙ্গল

[C] বৃহস্পতি [D] শনি


Ans:- ইউরেনাস।

 12.  দামােদর নদ-এর উৎপত্তি হয়েছে—  
 [A] পূর্বঘাট থেকে

[B] রাজমহল মালভূমি থেকে  [C] ছােটনাগপুর মালভূমি থেকে

[D] হিমালয় থেকে 


Ans:- ছােটনাগপুর মালভূমি থেকে।

 13.  ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরােবর বাঁধ যে নদীর উপর, তা হল—  
[A] কংসাবতী [B] নর্মদা [C] মহানন্দা [D] শতদ্রু

Ans:- নর্মদা।

14.  ভারতের কোন রাজ্য কে ‘চিনির বাটি’ বলা হয়?
[A] অন্ধ্রপ্রদেশ [B] মহারাষ্ট্র [C] উত্তর প্রদেশ [D] তামিলনাড়ু

Ans:- উত্তর প্রদেশ ।

15. সবথেকে ছোট মহাসাগর হলো —
[A] আটলান্টিক মহাসাগর [B]  প্রশান্ত মহাসাগর[C] ভারত মহাসাগর [D] উত্তর মহাসাগর।
Ans:- উত্তর মহাসাগর ।

Leave a comment