ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। GEOGRAPHY

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  ভূগোল সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?

উঃ মধ্যপ্রদেশ।

2. পাট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে ?

উঃ পশ্চিমবঙ্গ।

3. কোন নদীর অপর নাম ‘ত্রাসের’ নদী?

উঃ তিস্তা।

4. ‘জলহস্তী’ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

উঃ চন্দ্রভাগা‌।

5. কোন দেশকে প্রাচীরের দেশ বলে ?

উঃ চীন।

6. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উঃ 7 নং।

7. ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হল–

উঃ কেইবুল লামজাও অভয়ারণ্য‌‌ ।

8. পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নাইকা কোন নদীর উপর অবস্থিত ?

উঃ সেন্ট লরেন্স।

9. ভারতবর্ষে পাখির পা এর মতো বদ্বীপ কোথায় দেখা যায়? 

উঃ কৃষ্ণা নদীতে।

10. ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে আছে?

উঃ পাকিস্তান-আফগানিস্তান।

11. ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? 

উঃ নারকোডোম।

12. ‘মায়ানমারের পোপো’ কোন আগ্নেয়গিরির উদাহরণ?

উঃ মৃত।

13. ‘জাপানের ফুজিয়ামা’ কি আগ্নেয়গিরি ?

উঃ সুপ্ত।

14. একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও?

উঃ সাতপুরা পর্বত।

15. ‘সাত পাহাড়ের শহর’ কোনটি ?

উঃ রোম।

16. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?

উঃ চিনামাটি।

17. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপাদন হয়?

উঃ হুগলি।

18. পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্র কোন জেলায় অবস্থিত?

উঃ পুরুলিয়া।

19. হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ মুর্শিদাবাদ।

20. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?

উঃ পুরুলিয়া।

21. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল- 

উঃ সান্দাকফু।

22. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানভান্ডার বলা হয়?

উঃ বর্ধমান।

23. পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়েত্রী নদী রয়েছে?

উঃ দক্ষিণ দিনাজপুর।

24.  জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত?

উঃ তোর্সা।

25. ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল?

উঃ শ্রীরামপুর।

26. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?

উঃ বক্স দুয়ার।

27. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়?

উঃ বীরভূম।

28. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উঃ ১.৩ সেকেন্ড।

29. পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত?

উঃ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।

30. পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?

উঃ মংপু।

1. ‘অশনির দেশ’ বা বজ্রের দেশ কোনটি ?

উঃ ভুটান।

2. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি ?

উঃ মস্কো।

3. ‘দক্ষিণের রানী’ কাকে বলা হয় ?

উঃ সিডনী।

4. ‘নায়গ্রা’ জলপ্রপাত কোন দেশে?

উঃ কানাডায়।

5. ‘সাত পাহাড়ের শহর’ কোনটি ?

উঃ রোম।

6. পৃথিবীর বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ কোনটি?

উঃ পাকিস্তান।

7. ‘দক্ষিণ ভারতের কাশী’ কোন শহরেকে বলে?

উঃ মাদুরাই।

8. প্রাচ্যের ভেনিস কাকে বলে ?

উঃ আলেপ্পি।

9. কোন শহরকে ‘ভারতের রোম’ বলা হয়?

উঃ দিল্লি।

10. ভারতের প্রধান বন্দর কয়টি?

উঃ ১২ টি।

11. কেরলের রাজধানীর  নাম কি?

উঃ তিরুবন্তপুরম।

12. ঝাড়খন্ড রাজ্যের রাজধানী কোনটি?

উঃ রাঁচি।

13. ভারতের কোন শহরকে ‘হ্রদের শহর’ বলে?

উঃ হায়দ্রাবাদ।

14. ভারত এবং তিব্বতের মধ্যবর্তী সীমারেখার নাম কি?

উঃ ম্যাকমোহন লাইন।

15. ডলোরাইট কোন ধরনের শিলার উদাহরণ?

উঃ আগ্নেয়।

1. আন্দিজ কী ধরনের পর্বত? 

উঃ ভঙ্গিল । 

2. গঙ্গার প্রধান উপনদীর নাম কি? 

উঃ যমুনা। 

3.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী? 

উঃ গোদাবরী। 

4.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ পশ্চিমবঙ্গ। 

5.ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছিল? 

উঃ শতদ্রু। 

6. ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় ? 

উঃ কর্ণাটক। 

7.ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে? 

উঃ ৬০-এর দশকে। 

8. ভারতে কোথায় জাফরান চাষ হয়? 

উঃ জম্মু ও কাশ্মীর। 

9. ভারতের ম্যানচেস্টার বলা হয় ? 

উঃ আমেদাবাদ কে। 

10. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি ? 

উঃ মেক্সিকোর উপসাগর। 

11. ‘বাংলার দুঃখ’ হিসাবে কোন নদী পরিচিত? 

উঃ দামোদর। 

12. বিশ্বের বৃহত্তম মরুভূমি হল ? 

উঃ সাহারা। 

13.কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন ? 

উঃ ইউরি গ্যাগারিন।

14. পেরুর রাজধানীর নাম কী? 

উঃ লিমা। 

15.কাকে ‘ভারতের রুঢ়’ বলা হয়? 

উঃ দুর্গাপুর

Leave a comment