ভারতীয় সংবিধান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় খুবই সাহায্য করবে

 


নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ভারতীয় সংবিধান  সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1.  ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনােনীত করতে পারেন?

উঃ ১২ জন।

2. ভারত ব্যবচ্ছেদের মূল পরিকাঠামাে তৈরি করেন কে? 

উঃ ভি পি মেনন।

3. বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান সংবিধানের কত নম্বর ধারায় আছে? 

উঃ ১৫ 

4. বিধানপরিষদের সভাপতি হলেন —

উঃ বিধানপরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য

5. রাজ্যপাল পদের জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া দরকার ?

উঃ ৩৫ বছর।

6. ভারতের রাষ্ট্রপতি কে শপথ গ্রহণ করান কে ? 

উঃ  সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

7. ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ জাকির হোসেন ।

8. রাষ্ট্রহীন গণতন্ত্র এর ধারণাটি কে দিয়েছিলেন ?

উঃ মহাত্মা গান্ধী।

9. ‘সার্বজনীন ভোটাধিকারের পূর্বে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে’— উক্তিটি কার ?

উঃ জন স্টুয়ার্ট।

10  সুপ্রিমকোর্টের কোন প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন ?

উঃ মোহাম্মদ হিদায়েতুল্লাহ ।

Leave a comment